Valobasha Koi Gojol Lyrics By Salman Sadi
Valobasha Koi Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Salman Sadi. This Song Lyric And Tune was Created By Hossain Noor And Saifullah Noor.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Valobasha Koi – ভালোবাসা কই
Singer : Salman Sadi
Lyric : Hossain Noor
Tune : Saifullah Noor
Music Director : Tanjim Reza
Record Label : Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lebel : HolyTune Studio
Valobasha Koi Gojol Lyrics In Bengali
বঞ্চিত মানবের চোখের পাতায়
সঞ্চিত স্বপ্ন গিয়েছে ফুরে
অঙ্কিত প্রেমের দেয়াল ছবি
উইপোকা খেয়েছে কুড়ে কুড়ে।
বঞ্চিত মানবের চোখের পাতায়
সঞ্চিত স্বপ্ন গিয়েছে ফুরে
অঙ্কিত প্রেমের দেয়াল ছবি
উইপোকা খেয়েছে কুড়ে কুড়ে।
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে ।
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
সে তো থাকে দূরে সুদূরে।
এখানে অহমিকা অট্টহাসে
বড্ড লাজুক সত্য কথা
মিথ্যের মোহজালে নিত্য জীবন
ধারন করে প্রেমহীনতা ।
এখানে অহমিকা অট্টহাসে
বড্ড লাজুক সত্য কথা
মিথ্যের মোহজালে নিত্য জীবন
ধারন করে প্রেমহীনতা ।
মায়া-মমতা যায়না পাওয়া
মায়া-মমতা যায়না পাওয়া
জুলুমবাজ এর মর্ত্য জুড়ে।
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
সে তো থাকে দূরে সুদূরে।
চন্দ্রিমা নিশিতে প্রস্তুতি নেয়
দুষ্ট যত বিপথের দল
সিন্দুকে পুড়ে মারা যে তালা
অসহায়ের শেষ সম্বল।
চন্দ্রিমা নিশিতে প্রস্তুতি নেয়
দুষ্ট যত বিপথের দল
সিন্দুকে পুড়ে মারা যে তালা
অসহায়ের শেষ সম্বল।
মুখোশের আড়ালে অন্য ছবি
মুখোশের আড়ালে অন্য ছবি
বন্য করে রাখে মুড়ে।
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
ভালোবাসা কই,ভালোবাসা কই
সে তো থাকে দূরে সুদূরে
সে তো থাকে দূরে সুদূরে।
ভালোবাসা কই গজলের লিরিক্স
Boncito manober cokher patay
Soncito sopno giyeche fure
Ongkito premer deyal chobi
Uipoka kheyeche kure kure.
Valobasa koi, valobasa koi
Se to thake dur sudure
Valobasa koi, valobasa koi
Se to thake dur sudure.
Valobasa koi, valobasa koi
Se to thake dur sudure
Se to thake dur sudure.