Tumi Saccha Imandar Gojol Lyrics (তুমি সাচ্চা ঈমানদার) Kalarab

Tumi Saccha Imandar Gojol Lyrics By Kalarab Shilpigosthi

Tumi Saccha Imandar Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Omar Abdullah, Elias Amin, Abir Hasan & Imranul Farhan. This Song Lyric And Tune was Created By Muhammad Shahidul Haque And Muhammad Badruzzaman.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Tumi Saccha Musolman – তুমি সাচ্চা মুসলমান
Singer : Omar Abdullah, Elias Amin, Abir Hasan & Imranul Farhan
Lyric : Muhammad Shahidul Haque
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lebel : HolyTune Studio

Tumi Saccha Imandar Gojol Lyrics In Bengali

আল্লাহ ছাড়া কাউকে ডড়ো না সাচ্চা ঈমানদার
সকল বাধা দূরে ঠেলে বলো আল্লাহু আকবার
আল্লাহ ছাড়া কাউকে ডড়ো না সাচ্চা ঈমানদার
সকল বাধা দূরে ঠেলে বলো আল্লাহু আকবার ।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার

মুসকান তুমি সব ভয় ছেড়ে উচ্চ করেছো শিড়
কর্ণাটক নয় ছাড়া বিশ্বে ছড়িয়েছো তাকবীর
মুসকান তুমি সব ভয় ছেড়ে উচ্চ করেছো শিড়
কর্ণাটক নয় ছাড়া বিশ্বে ছড়িয়েছো তাকবীর।

ঈমানের তেজে দিপ্ত কন্ঠে আল্লাহর জয় গান
তাকবীর তব জাগবে আবার বিশ্ব মুসলমান
ঈমানের তেজে দিপ্ত কন্ঠে আল্লাহর জয় গান
তাকবীর তব জাগবে আবার বিশ্ব মুসলমান।

তাকবীর সে তো মাজলুমানের মহারণ হাতিয়ার
মুসলিম নারীর ধমনিতে জাগুক রক্ত সুমাইয়ার
তাকবীর সে তো মাজলুমানের মহারণ হাতিয়ার
মুসলিম নারীর ধমনিতে জাগুক রক্ত সুমাইয়ার।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার ।

দুনিয়ার মাঝে সবচেয়ে দামি এ মহান তাকবীর
ঘুমিয়ে থেকো না মুসলিম মোটে জেগে ওঠো সব বীর
দুনিয়ার মাঝে সবচেয়ে দামি এ মহান তাকবীর
ঘুমিয়ে থেকো না মুসলিম মোটে জেগে ওঠো সব বীর।

হও নির্ভয় চির-দূর্জয় মুখে তাকবীর বলো
তাকওয়া ইয়াকিন মনোবল নিয়ে হক পথে সদা চলো
হও নির্ভয় চির-দূর্জয় মুখে তাকবীর বলো
তাকওয়া ইয়াকিন মনোবল নিয়ে হক পথে সদা চলো।

সত্য ন্যায়ের প্রথিকেরা এলে অন্যায় হবে চূড়মান
সর্বক্ষেত্রে চালাও লড়াই ফিরে আনো অধিকার
সত্য ন্যায়ের প্রথিকেরা এলে অন্যায় হবে চূড়মান
সর্বক্ষেত্রে চালাও লড়াই ফিরে আনো অধিকার।

আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার।

তুমি সাচ্চা ঈমানদার গজলের লিরিক্স – কলরব

Allah chara kawke doro na saccha imandar
Sokol badha dure thele bolo allahu akbar
Allah chara kawke doro na saccha imandar
Sokol badha dure thele bolo allahu akbar.

Allahu Akbar,Allahu Akbar
Allahu Akbar Bolo Allahu Akbar
Allahu Akbar,Allahu Akbar
Allahu Akbar Bolo Allahu Akbar.

Hariye Jabo Ekdin Gojol Lyrics Qari Abu Rayhan

Leave a Comment