Tumi Rahoman Gojol Lyrics By Husain Adnan And Shafin Ahmad
Tumi Rahoman Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Husain Adnan & Shafin Ahmad. This Song Lyric Was Created By Adnan Momin. This Song Tune Was Created By Shafin Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Tumi Rahoman Gojol mp3 download
Song Info
Song : Tumi Rahoman – তুমি রহমান
Singer : Husain Adnan & Shafin Ahmad
Lyric : Adnan Momin
Tune : Shafin Ahmad
Director : Abu Taher
Sound Design : Shafin Ahmad
Record Label : Tarana Records
GFX : Abu Taher
Tumi Rahoman Gojol Lyrics In Bengali
দ্বীপ নিভা রাতে আলো জলো ভুভনে
ভালোবাসো মরে তাই
মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না
তোমার রহম ছাড়া কিছু্ নাই
রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান
হো হো হো হো
হাটু গেরে লাজ দুহাতে
বেচে থাকা জীবনের পানে
শুধু তোমার রহম চাই
হে আমার প্রভু
করি তোমার বন্দনা তাই
কখনো জেনেশুনে করেছি এ ভুল বুঝে
তবু মরে দিয়ো ঠাই
পাপেরও মহোরায় জীবন
বয়ে যায় অবনত করে স্বীর তাই
মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না
তোমার রহম ছাড়া কিছু্ নাই
রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান
হো হো হো হো
ক্ষমা কর তুমি আমারে
রহম ঢেলে দাও দু হাতে
জীবনের এই পথটাই
হে আমার প্রভু
করি তোমার বন্দনা তাই
আমার আকাশে আলো নিভে জ্বলে
সুখ তারা কিছুই নাই
অনুতাপের রিদয়ে হাত দুটি বাড়িয়ে
ক্ষমা কর মরে তাই।
মনেরি তৃষ্ণনা, তবু তো মেটে না
তোমার রহম ছাড়া কিছু্ নাই
রহমান, তুমি রহমান
রহমান, তুমি রহমান
তুমি রহমান গজল লিরিক্স – হোসেন আদনান ও শাফিন আহমেদ
deep nivha raate alo jole vhubone
bhalobasho more tai
moneri tisna tobu to mete na.
tomar rahom chara kishu nai
rahoman tumi rahoman
rahoman tumi rahoman
ho ho ho ho.