Tumi Koto Sundar Gojol Lyrics By Gazi Anas Rawshan
Tumi Koto Sundar Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Gazi Anas Rawshan. This Song Lyric And Tune was Created By Jakir Abu Jafor And Liton Hafiz Chowdury.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song title : Tumi Koto Sundar – তুমি কত সুন্দর
Singer : Gazi Anas Rawshan
Lyric: Jakir Abu Jafor
Tune: Liton Hafiz Chowdury
Director: Gazi Anas Rawshan
Label: Heaven Tune Studio Live
Tumi Koto Sundar Gojol Lyrics In Bengali
আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ
তুমি কত সুন্দর
কি করে বোঝায়
তুমি কত সুন্দর
কি করে বোঝায়
কোনো ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে
তোমার তুলনা তুমি নিজে
আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ
বেকার আর প্রজাতি
গোলাপের মুখে
কি করে দোলায় পাখা
বুক ভরা সুখে
বেকার আর প্রজাতি
গোলাপের মুখে
কি করে দোলায় পাখা
বুক ভরা সুখে
কোন সুখে এত সুখি
বুঝে আসে না যে
কোন সুখে এত সুখি
বুঝে আসে না যে
তোমার তুলনা তুমিই নিজে
তোমার তুলনা তুমিই নিজে
আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ
সাজানো এ পৃথিবীতে
এত মায়া লাগে
এত ভালোবাসা-বাসি কেনো মনে জাগে
সাজানো এ পৃথিবীতে
এত মায়া লাগে
এত ভালোবাসা-বাসি কেনো মনে জাগে
আবার বিরহ ঝড়ে
আখিঁ ভিজে ভিজে
আবার বিরহ ঝড়ে
আখিঁ ভিজে ভিজে
তোমার তুলনা তমিই নিজে
তোমার তুলনা তুমিই নিজে
আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ
গভীর রজনী ভরা
আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে
হয় দিশেহারা
গভীর রজনী ভরা
আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে
হয় দিশেহারা
তোমার প্রেমের ভার
আর সহে না যে
তোমার প্রেমের ভার
আর সহে না যে
তোমার তুলনা তমিই নিজে
তোমার তুলনা তুমিই নিজে
আল্লাহ কত সুন্দর
কি করে বোঝায় আমি
কত সুন্দর কি করে বোঝায়
কোনো ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমিই নিজে
তোমার তুলনা তুমিই নিজে
তোমার তুলনা তুমিই নিজে
তুমি কত সুন্দর গজলের লিরিক্স
allah allah allah
allah allah
tumi koto sundar
ki kore bojhay.
tumi koto sundar
ki kore bojhay
kono vasha paina khuje.
tomar tulona tumi nije
tomar tulona tumi nije
allah allah
allah allah.