Tomay Dekhte Dekhte Ami Lyrics By Somrat Jahangir
Cast: Shakib Khan & Shabnur
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyrics & Music: Ahmed Imtiz Bulbul
Movie: Phool Nebo Na Ashru Nebo
Director: F.I Manik
Label: Anupam
Cover Credit:
Singer: Somrat Jahangir
Music Dop: Bishal Ahmed
Tomay Dekhte Dekhte Ami Lyrics In Bengali
তোমায় দেখতে দেখেতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই
তোমায় দেখতে দেখেতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই
তোমার ভালবাসা ছাড়া
কোন কিছু এমন চায়না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না।
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না।
তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যাই
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই
তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যাই।
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই
দুটি আঁকি তুমি ছাড়া
যেন দেখতে কিছু পায়না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না।
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না।
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না।
ও ও ও ওও ও ও ও ওও
আ আ আ আ আ আ
তোমায় দেখতে দেখেতে আমি লিরিক্স – সম্রাট জাহাঙ্গীর
tomay dekhte dekhte ami
jeno andho hoye jai
duniyate tumi chara
kichu dekhar to r nai
tomay dekhte dekhte ami
jeno andho hoye jai
duniyate tumi chara
kichu dekhar to r nai
tomar valobasha chara
kono kichu emon chaina
amar hridoy ekta ayna
ei aynar tomar mukhti chara
kichui dekha jai na.