Tomari Chowate Lyrics (তোমারই ছোঁয়াতে) Habib Wahid | Moutushi Khan

Tomari Chowate Lyrics by Habib Wahid and Moutushi Khan

Tomari Chowate Lyrics Is Bengali Song. This Song Is Sung By Habib Wahid feat Moutushi Khan. Music Composed By Habib Wahid. This Song Lyrics Created By Amita Karmoker.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Tomari Chowate
Artist : Habib Wahid & Moutushi Khan
Tune : Habib Wahid
Music Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Amita Karmoker
Label : Habib Wahid

Tomari Chowate Song Lyrics In Bengali

জানিনা কেনো বারেবারে হারাই
তোমাতে দূর নীলিমায়,
তোমারই যেনো খুব কাছে
মন পরে আছে অচিন মায়ায়।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পরে তোমার হতে।

জানিনা কেনো বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়,
তোমারই যেনো খুব কাছে
মন পরে আছে অচিন মায়ায়।

আজও আমি তাই
তোমাকে খুঁজে যাই
তোমাকে ভেবে কতো গল্প সাঁজাই,
তুমি জানো কি দিবানিশি তাই
তোমারই দুটি চোখে আমি হারাই,
দূর সুদূরে তোমাতেই যেনো আমি মিশে যাই
ভালোবেসে একি সূরে প্রাণ বাঁধি তাই।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পরে তোমার হতে।

জানিনা কেনো বারেবারে হারাই
তোমাতে দূর নীলিমায়,
তোমারই যেনো খুব কাছে
মন পরে আছে অচিন মায়ায়।

দুটি চোখ আজ খুঁজে না কিছু
আর যতনে রাখি তাই চোখের তাঁরায়,
তোমাকে ভেবে তাই স্বপ্ন সাজিয়ে যাই
তোমারই পথে আজ তাই পা বাড়াই,
বেঁধেছো হৃদয় মন সে অচেনা মায়াতে
হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পরে তোমার হতে।
জানিনা কেনো বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়,
তোমারই যেনো খুব কাছে
মন পরে আছে অচিন মায়ায়।

তোমারই ছোঁয়াতে লিরিক্স – হাবিব ওয়াহিদ

janina keno barebare haray
tomate dur nilimai
tomari jeno khub kache
mon pore ache ochin mayai.

tomari to sathe matal hawate
khone khone chay mon tomate harate
tomari chowate bhison mayate
badha pore tomar hate.

Ei Poth Chawa Lyrics (এই পথ চাওয়া) Habib Wahid

Leave a Comment