Tomari Achi Lyrics By Imran Mahmudul And Labiba
Tomari Achi Lyrics Is Bengali Song. Cast: Imran Mahmudul And Sabila Nur. This Song Is Sung By Imran Mahmudul And Labiba. Music Composed By Imran Mahmudul. This Song Lyrics And Tune Created By Kabir Bakul And Imran Mahmudul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Tomari Achi – তোমারই আছি
Singer: Imran Mahmudul And Labiba
Cast: Imran Mahmudul And Sabila Nur
Lyrics: Kabir Bakul
Tune & Music: Imran Mahmudul
Programming and Mix master: Imran Mahmudul
Album: Tomari Achi (Singles)
Label: Central Music and Video [CMV]
Tomari Achi Song Lyrics In Bengali
তোমাকে না দেখে দেখে
থাকা যায় না কেনো
হৃদয়ের গভীরে তুমি তুমি
আয়না যেনো।
আমি নিষ্প্রাণ তুমি হীনা
না দেখে বাঁচি না
না দেখে বাঁচি না।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
ও তোমার ভালোবাসায়
রুপেবিনায় আমি বাঁচি।
ছায়াতে মায়াতে চাওয়াতে পাওয়াতে
নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসে
এ মনে গোপনে শুনকে পিছনে
রয়েছো বুকেরই বা-পাশে।
পথেরই চলাতে মুখেরই বলাতে
কাউকে আর দেখি না।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
ও তোমার ভালোবাসায়
রুপেবিনা আমি বাঁচি।
ভাবনা জগতে কল্পনা গল্পতে
অল্পনা বেশিটা জড়িত
বুঝিও অবুঝি তোমাকে পাই খুঁজি
খুব কাছে নও তুমি দূরে তো।
সুখেরই ছয়াতে ডুবেছি তোমাতে
ছুয়ে দেখি সে কিনা।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
ও তোমার ভালোবাসায়
রুপেবিনা আমি বাঁচি।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
ও তোমার ভালোবাসায়
রুপেবিনা আমি বাঁচি।
তোমারই আছি গানের লিরিক্স – ইমরান মাহমুদুল
Tomake na dekhe dekhe
thaka jai na keno
Hridoyer gobhire tumi
tumi ayna jeno.
Ami nispran tumi hina
Na dekhe baci na
na dekhe baci na.
Tumi amari acho
Ami tomari achi
O tomar bhalobasay
Protidin ami baci.
Chayate mayate caoyate paoyate
Nisase prosase biwasi
E mone gopone
samukhe pechone
Royecho buker bapase.
Pothericolate mukheri bolate
Kauke ami dekhina.