Tomar Preme Bekul Gojol Lyrics By Abir Hasan
Tomar Preme Bekul Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abir Hasan. This Song Lyric Was Created By Tanvir Aziz Sakib. This Song Tune Was Created By Saifullah Noor.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Tomar Preme Bekul – তোমার প্রেমে ব্যাকুল
Singer : Abir Hasan
Lyric : Tanvir Aziz Sakib
Tune : Saifullah Noor
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director : Faruq Tahir
Gfx : Abu Ubayda
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune Studio
Tomar Preme Bekul Gojol Lyrics In Bengali
তুমি জানো কিনা জানো না আমি জানি না
তোমায় ছাড়া আমি কিছু বুঝি না
তুমি জানো কিনা জানো না আমি জানি না
তোমায় ছাড়া আমি কিছু বুঝি না
আমার শহর জুড়ে তোমার ছোঁয়া
লেগে থাকে যেন সুখের হাওয়া
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
আমার স্বপনে তাকে মদিনার ছবি
তোমার মোহাব্বতে হতে চাই কবি
আমার কলমের আছে প্রেমের কালি
তোমার আশাক হয়ে ফুল তুলি
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
আমার জবানি তাকে তোমারই দুরুদ
সেই দুরুদে খুশি হয় আমারই মাবুদ
আমার জবানি তাকে তোমারই দুরুদ
সেই দুরুদে খুশি হয় আমারই মাবুদ
আমার আবেগ জুড়ে আছো তুমি
শাফায়াত পেলে ধন্য হব আমি
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে ব্যাকুল গজলের লিরিক্স – কলরব
tumi jano kina jano na ami jani na
tomai chara ami kichu bujhi na
tumi jano kina jano na ami jani na.
tomai chara ami kichu bujhi na
amar sohor jure tomar chowa
lege thake jeno sukher hawa.