Tomar Kheyal Lyrics (তোমার খেয়াল) Tahsin Ahmed | Last Love

Tomar Kheyal Lyrics By Tahsin Ahmed From Last Love

Tomar Kheyal Lyrics Is Bangla Last Love Drama Song. This Song Is Sung By Tahsin Ahmed. Music Composed by Tahsin Ahmed. This Song Lyric And Tune was Created By M A Alam Shuvo And Tahsin Ahmed.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Tomar Kheyal – তোমার খেয়াল
Singer : Tahsin Ahmed
Lyric : M A Alam Shuvo
Drama: Last Love
Tune & Music: Tahsin Ahmed
Label: CMV

Tomar Kheyal Song Lyrics In Bengali

কি যে একা বুকের ক্ষতটা
ভিশন ব্যথা লাগে
তোমার আমার সরু পথটা
বিভক্ত দুইভাগে

মন চাইছে কাছে যেতে
মাঝে এক অদৃশ্য দেয়াল
ভুলতে চেয়েও হয়নি ভোলা
সবখানে তোমার খেয়াল
তোমার খেয়াল।

হঠাৎ করে সব হারালাম
ঝরে গেল ফুল
তোমায় দিয়ে এলাম
আমার সব ভুল

কি যে ছিলাম, কি পেলাম
ছিলে না ভাগ্য রেখায়
স্মৃতি ধরে হাতটি একাই

মন চাইছে কাছে যেতে
মাঝে এক অদৃশ্য দেয়াল
ভুলতে চেয়েও হয়নি ভোলা
সবখানে তোমার খেয়াল
তোমার খেয়াল।

তোমার খেয়াল গানের লিরিক্স

Ki je eka buker khatota
Bhison batha lage
Tomar amar saru pothta
Bibhakta dubhage.

Mon caiche kache jete
Majhe ek adrisho deyal
Bhulte ceyeo hoyni bhola
Sob khane tomar kheyal
Tomar kheyal.

Hothat kore sob haralam
Jhare gelo phul
Tomay diye elam
Amar sob bhul.

Ke je chilam, ki pelam
Chile na bhago rakhay
Sriti dhore hatti ekai.

Eta Golpo Noy Lyrics Tahsin Ahmed | Atiya Anisa

Leave a Comment