Tomake Chai Lyrics (তোমাকে চাই) Shukonna Mazumder | Pintu

Tomake Chai Lyrics By Shukonna Mazumder Ghosh And Pintu Ghosh From Fagun Haway

Tomake Chai Lyrics Is Bengali Fagun Haway Movie Song. Starring : Siam Ahmed, Nusrat Imrose Tisha. This Song Is Sung By Shukonna Mazumder Ghosh And Pintu Ghosh. Music Composed By Pinto Ghosh And Rokon Emon. This Song Lyrics And Tune Created By Pintu Ghosh.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song: Tomake Chai – তোমাকে চাই
Lyric & Tune: Pintu Ghosh
Singers: Shukonna Mazumder Ghosh And Pintu Ghosh
Movie : Fagun Haway
Music : Pinto Ghosh And Rokon Emon
Label : Tiger Media

Tomake Chai Song Lyrics In Bengali

চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।

কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়।

আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।

তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি।

আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায়।

আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।

চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।

কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায়।

আমি বার বার বহুবার তোমাকে চাই
আমি বার বার হাজার বার তোমাকে চাই।

তোমাকে চাই গানের লিরিক্স

Cholti Shomoy Thomke Daray
Jege Jege Shopno Dekhi Hay.

Tomar Ei Haat Dhorte Chay
Fagun Haway.

Ki Mayar Kon Sey Neshay
Bare Bar Mon Chutey Chaay.

Chena Mukh Ghurpaak Khay
Chokher Patay.

Ami Bar Bar Bohubar Tomake Chai
Ami Bar Bar Hajar Bar Tomake Chai.

Assash Lyrics Noble Man | Rock Song

Leave a Comment