Tomake Ami Chai Lyrics (তোমাকে আমি চাই) Shahriar Alam Marcell

Tomake Ami Chai Lyrics By Shahriar Alam Marcell From Pushpo Shuncho

Tomake Ami Chai Lyrics Is Bengali Pushpo Shuncho Drama Song. Cast : Jovan, Tanjin Tisha. This Song Is Sung By Shahriar Alam Marcell. This Song Lyrics And Tune Created By Robiul Islam Jibon & Shahriar Alam Marcell.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Tomake Ami Chai – তোমাকে আমি চাই
Singer : Shahriar Alam Marcell
Cast : Jovan, Tanjin Tisha
Lyrics : Robiul Islam Jibon
Drama Name : Pushpo Shuncho
Tune : Shahriar Alam Marcell
Direction : Rafat Mozumder Rinku
Label : Rtv Music

Tomake Ami Chai Song Lyrics In Bengali

তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে

হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।

এই সময় খড়কুটো
খুলে দাও ঐ মুটো
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।

তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে

হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।

উড়িয়ে দিলাম হওয়ায়
হাজারও খেয়াল খুশী
মনেরই চাওয়া পাওয়া
যতনে তোমায় পোষি।

উড়িয়ে দিলাম হওয়ায়
হাজারও খেয়াল খুশী
মনেরই চাওয়া পাওয়া
যতনে তোমায় পোষি।

খুঁজি না অন্য কিছু
তোমার আগে পরে
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।

তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে

হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।

জড়িয়ে নিলাম মায়ায়
বুকেরই গহীন কোনে
কথারা তোমার ছায়ায়
সুখের শব্দ শোনে।

জড়িয়ে নিলাম মায়ায়
বুকেরই গহীন কোনে
কথারা তোমার ছায়ায়
সুখের শব্দ শোনে।

বুঝিনা অন্য কিছু
আছো হৃদয় ঘরে
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।

তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে

হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।

তোমাকে আমি চাই গানের লিরিক্স – পুষ্প শুনছো

tomake ami chai
purno khothai
bolce notun kore.

hridoye dile thai
abelai beshe jai
na hoi jabo more.

ai somoy khorkuto
khule dao oi mutho.

Bhishon Bhalo Lage Lyrics Shiekh Sadi | Milana Momin

Leave a Comment