Tarasukh Lyrics (তারাসুখ) Niladri Banerjee

Tarasukh Lyrics By Niladri Banerjee

Tarasukh Lyrics Is Bangla Song. This Song Is Sung By Niladri. Music Composed by Niladri. This Song Lyric and Tune was Created By Niladri.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Tarasukh – তারাসুখ
Written, Composed and Sung by : Niladri
Music Arranged by : Tintin
Illustration : Kaustab Choudhury
Animation : Subho Das

Tarasukh Song Lyrics In Bengali

ভালোলাগা কড়া নাড়ে
জেগে থাকা রাত্রে
তোর কথা ভাবি বসে
স্মৃতিকণা হাতড়ে।

চারিদিকে চুপচাপ
রাত জাগা দুটি চোখ
তারাখসা দেখে ভাবে
স্বপ্নটা নদী হোক।

আর জানি তুই আমি
এক নদী সাঁতরে
ভাগাভাগি করে নেব
ভালোবাসা রাত্রে।

তুই যদি হতে চাস
জলাশয় বড় ঝিল
আমি হবো তোর জলে
ঠোঁট ডোবা গাংচিল।

পাড়ে বসে দেখি তোকে
অদ্ভুত শান্ত
ডানা মেলে ছুঁয়ে দেখি
জল যে জ্বলন্ত।

পালকে কুড়োই তাই
ফোঁটা ফোঁটা ফুলকি
পুড়ে ডানা হলো ছাই
জল ছোঁয়া ভুল কি

ঘুমহীন তোর বুকে
কত তারা জ্বলছে
কত দাগ তোর জলে
টলমল টলছে।

কত রাতে জেগে তুই
কেঁদেছিস অকারণে
খসা তারা হয়ে যাবো
রেখে দিস ওই মনে।

একদিন চলে আয়
আমারও তো ব্যথা বুক
রাখা আছে খসা তারা

বুক ভরা তারা সুখ
রাখা আছে খসা তারা
বুক ভরা তারা সুখ।

তারাসুখ লিরিক্স – নীলাদ্রি ব্যানার্জী

Valolaga kora nare
Jege thaka raatre
TOr kotha vabi bose
Smritikona haatre.

Charidike chupchap
Raat jaga duti chokh
Tarakhosa dekhe vabe
Shopnota nodi hok.

Aar jani tui ami
Ek nodi santre
Vagavagi kore nebo
Valobasha raatre.

Olosh Dupur Lyrics Rishi Panda | Niladri Banerjee

Leave a Comment