Tara Khosa Raat Lyrics By Nikhita Gandhi From Kolkatar Harry
Tara Khosa Raat Lyrics Is Bengali Kolkatar Harry Movie Song. This Song Is Sung By Nikhita Gandhi. Music Composed By Jeet Gannguli. This Song Lyrics And Tune Created By Rohit Soumya.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Tara Khosa Raat – তাঁরা খসা রাত
Film: Kolkatar Harry
Singer: Nikhita Gandhi
Music: Jeet Gannguli
Lyrics: Rohit Soumya
Producer: Soham’s Entertainment
Director: Rajdeep Ghosh
DOP: Gopi Bhagat
Lavel: Zee Music Company
Tara Khosa Raat Song Lyrics In Bengali
তাঁরা খসা রাত আর হাতে রাখ হাত
আর মনের মধ্যে ফিসফাস
কিসের পূর্বাভাস কিসের পূর্বাভাস
তাঁরা খসা রাত আর হাতে রাখ হাত
আর মনের মধ্যে ফিসফাস
কিসের পূর্বাভাস
হাওয়া এসেছে ভেসে
রূপকথাদের দেশে। (2x)
ফুলের গন্ধ মাখা চিঠি
শহরে প্রেমে যাবে কি। (2x)
তাঁরা খসা রাত আর হাতে রাখ হাত
আর মনের মধ্যে ফিসফাস
কিসের পূর্বাভাস
সুয়োরানী দুয়োরানী রাজা মন্ত্রী
প্রেমের পিনকোড
zero three three
zero three three
zero three three
ভিক্টোরিয়ার পরী
তোমায় প্রশ্ন করি
দেখা হয় ওর সাথে
কি এমন হয় যাতে
জেব্রাক্রসিং যত
সব না আজকের মত
জেব্রাক্রসিং যত
সব না আজকের মত।
একে একে পিয়ানো সাজে
শহরে প্রেমের গান বাজে। (2x)
তাঁরা খসা রাত আর হাতে রাখ হাত
আর মনের মধ্যে ফিসফাস
কিসের পূর্বাভাস
সুয়োরানী দুয়োরানী রাজা মন্ত্রী
প্রেমের পিনকোড
zero three three
zero three three
zero three three
একজন হদ্য বোকা
মুখোশ ছাড়া জোকার
জাদু দেখায় পথে
অদূর ভবিষ্যতে
রাজকুমারীর জোরে
লিখবে নতুন করে
রাজকুমারীর জোরে
লিখবে নতুন করে
ফেরিটেল এ যেটুকু বাকি
শহরের প্রেমের জোনাকি
ফেরিটেল এ যেটুকু বাকি
শহরের প্রেমের জোনাকি।
তাঁরা খসা রাত আর হাতে রাখ হাত
আর মনের মধ্যে ফিসফাস
কিসের পূর্বাভাস (2x)
তাঁরা খসা রাত লিরিক্স – নিখিতা গান্ধী – কলকাতার হ্যারি
Tara khosa raat ara hate rakha hata
Ara manera madhye phisaphasa
Kisera purbabhasa
Kisera purbabhasa.
Haoya eseche bhese
Rupakathadera dese
Phulera gandha makha cithi
Sahare preme yabe ki.
Suyorani Duyorani Raja Mantri
Premera pincode
zero three three
zero three three
zero three three.