Subhanallah Bolo Gojol Lyrics By Holy Tune
Subhanallah Bolo Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Muhammad Badruzzaman, Tahsin, Tashrif & Unaisa Tanzim. This Song Lyric And Tune was Created By M Kamruzzaman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Subhanallah Bolo – সুবহান আল্লাহ বলো
Singer : Muhammad Badruzzaman, Tahsin, Tashrif & Unaisa Tanzim
Lyric & Tune : M Kamruzzaman
Music Direction : Tanjim Reza
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Subhanallah Bolo Gojol Lyrics In Bengali
সুবহান আল্লাহ (৬ বার)
সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হল
সেই শিশিরের রবির আলো মুক্তো জ্বেলে দিল (২ বার)
অবাক হয়ে দেখছো কি মন
ভাবছো কি মন বলো (২ বার)
সুবহান আল্লাহ বলো রে মন
সুবহান আল্লাহ বলো (২ বার)
ছোট্ট শিশুর কচি ঠোঁটে একোন শব্দ খেলে
কেউ বুঝে না মায়ের আকোল হৃদয় নেচে উঠে (২ বার)
মায়ার এমন মাখা মাখি
কার করোনায় হলো (২ বার)
সুবহান আল্লাহ বলো রে মন
সুবহান আল্লাহ বলো (২ বার)
পাহাড় বেয়ে ঝর্ণা নাচে নূরের নুপুর তালে
সেই তালেতে ব্যকুল হয়ে পাখি কন্ঠ মেলে (২ বার)
মেঘ পাহাড়ের এমন খেলা
কেমন করে হলো (২ বার)
সুবহান আল্লাহ বলো রে মন
সুবহান আল্লাহ বলো (২ বার)
সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো
সেই শিশিরের রবির আলো মুক্তো জ্বেলে দিল
অবাক হয়ে দেখছো কি মন
ভাবছো কি মন বলো (২ বার)
সুবহান আল্লাহ বলো রে মন
সুবহান আল্লাহ বলো (৪ বার)
সুবহান আল্লাহ বলো গজলের লিরিক্স
Subhanallah
Sobuj ghaser kochi
dogay shishir joma holo.
Sei shishirer robir
alo mukto jele dilo
Ovak hoye dekhcho ki mon.
Vabcho ki mon bolo
Subhanallah Bolo re mon
Subhanallah Bolo.