Soisober Chithi Gojol Lyrics (শৈশবের স্মৃতি) H Ahmed

Soisober Chithi Gojol Lyrics By H Ahmed

Soisober Chithi Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By H Ahmed. This Song Lyric And Tune Was Created By H Ahmed.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Soisober Chithi – শৈশবের স্মৃতি
Singer : H Ahmed
Lyric & Tune : H Ahmed
Record Label : Tarana Records
Sound Design : H Ahmed
Video Director : Abu Taher
Label : Tarana

Soisober Chithi Gojol Lyrics In Bengali

শৈশবের চিঠি আঁকি কল্পনাতে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে

সে দিনগুলো কবে যে গেলো হারিয়ে
প্রভাতের কুয়াশায়
দূরে দূরে পা বাড়ায়
হেঁটে চোখ যায় যতো দূর

সে কালে তো বুঝিনি
সময় তো খুজিনি
পালিয়েছি আড়ালের সৃতি ঘোর

হাত ছানি দেয় সেই সৃতিরা
পুব আকাশের কালো মেঘেরা
হাত ছানি দেয় সেই সৃতিরা

পুব আকাশের কালো মেঘেরা
বৃষ্টি ঝরিয়ে যায় দু-চোখ বয়ে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে

চেনা পথের বাকে অচেনা সুরের গান বাজে
চির চেনা সেই রাখালের সুর অচেনা লাগে
চেনা পথের বাকে অচেনা সুরের গান বাজে
চির চেনা সেই রাখালের সুর অচেনা লাগে

নৌবাইয়া যায় মাঝি
না চিনি জোয়ার ভাটি
না জানি কবে হারিয়েছে সে বাকে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে

প্রভাতের কুয়াশায়
দূরে দূরে পা বাড়ায়
হেঁটে চোখ যায় যতো দূর

সে কালে তো বুঝিনি
সময় তো খুজিনি
পালিয়েছি আড়ালের সৃতি ঘোর

হাত ছানি দেয় সেই সৃতিরা
পুব আকাশের কালো মেঘেরা
হাত ছানি দেয় সেই সৃতিরা

পুব আকাশের কালো মেঘেরা
বৃষ্টি ঝরিয়ে যায় দু-চোখ বয়ে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে
শৈশবের চিঠি আঁকি কল্পনাতে

শৈশবের স্মৃতি গজলের লিরিক্স

soisober chithi aki kolponate
soisober chithi aki kolponate

se dingulo kobe je gelo hariye
porvate kuyashai
dure dure pa barai
hete chok jai joto dur.

Ek Fota Rohomer Gojol Lyrics Mahfuzul Alam | Kalarab

Leave a Comment