Shoroter Shesh Thekey Lyrics By Pritom Hasan
Shoroter Shesh Thekey Lyrics Is Bengali Song. This Song Is Sung By Pritom Hasan. Music Composed By Pritom Hasan. This Song Lyrics Created By Inamul Tahsin.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Shoroter Shesh Thekey – শরতের শেষ থেকে
Singer: Pritom Hasan
Music: Pritom Hasan
Lyrics: Inamul Tahsin
Label: Pritom Hasan
Shoroter Shesh Thekey Song Lyrics In Bengali
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে।
যে রাতে
তোমার দু’চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে।
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে।
শরতের শেষ থেকে গানের লিরিক্স
grismate chayar moto
shitol cokh tomar
megh hoye dhekeche
joto rod janalar.
hoine sahos khoth
bolar tobu tomar name
likhe geche ak
chithi shotobar.