Shagorer Tirey Lyrics (সাগরের তীরে) Minar Rahman
Shagorer Tirey Lyrics By Minar Rahman
Shagorer Tirey Lyrics Is Bengali Song. This Song Is Sung By Minar Rahman. Music Composed By Minar Rahman. This Song Lyrics And Tune Created By Minar Rahman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Shagorer Tirey – সাগরের তীরে
Vocal: Minar Rahman
Lyrics: Minar Rahman
Tune: Minar Rahman
Composition: Minar Rahman
Keys: Minar Rahman
Guitar: Shaik Salekin
Label: Minar Rahman
Shagorer Tirey Song Lyrics In Bengali
সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে
হয়তো দূরের চেনা আকাশে
রঙিন স্বপ্নবোনা বাতাসে
আমায় ডেকেছিলে, খুব নিরবে।
তাই আমি সেথায় হারায়
যেথায় তুমি আমায় ভাসাও
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথায় হারায়
যেথায় তুমি আমায় হাসাও
যেথায় আবার ডানা মেলে উড়েঁ যাবে।
সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে
কত সুর, কত গান, কত কবিতা
আজ সবই ছায়া
চেনা সেই ঘাঁশফুল গুলো সব
আজও ছন্ন ছারা
এখানে ওখানে যেখানে শুধু
তোমারই মায়া
ফিরে যাই বারেবার সেখানে
হয়ে দিশেহারা
অভিমান মুছে আবার আমায়
ডাকতে পারো
হৃদয়ের কথাগুলো বলতে পারো
মিষ্টি কোন ভোরের উদাসী হাওয়া
আমায় সাথে নিয়ে ভাসতে পারো
সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে
তাই আমি সেথায় হারায়
যেথায় তুমি আমায় ভাসাও
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথায় হারায়
যেথায় তুমি আমায় হাসাও
যেথায় আবার ডানা মেলে উড়েঁ যাবে।
সাগরের তীরে গানের লিরিক্স – মিনার রহমান
Shagorer tirey chuye dariye
Udasi prahargulo joriye
Tumi ghure ghure, amar hoye
Hoyto durer cena akase.
Ragin shopnobona batase
Amay dekechile, khub nirabe
Tai ami sethay haray.
Jethay tumi amar sathe mise jabe
Tai ami sethay haray
Jethay tumi amar hasao
Jethay abar dana mele ure jabe.