Selfie Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Selfie Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. This Song Lyric And Tune was Created By Sayed Ahmad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Selfie – সেলফি
Lyric, Tune & Singer : Sayed Ahmad
Music Director : Tanjim Reza
Record Label : Holy Tune Studio
Video Director : H AL Haadi
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune
Selfie Gojol Lyrics In Bengali
কোন জামানায় পড়লাম রে
মোবাইল সব খাইলো রে
আদব-আখলাক যা ছিলো
সব উইরা গেলো রে
ঠান্ডা-কাশি জ্বরের রোগ
করে এখন অভিযোগ।
কী এমন সুখ পাইলি তোরা
আমায় ভুইলা রে
এখন আর কোনো রোগ-টোগ নাই
আসল রোগটা বইলা ফালাই
এখন আর কোনো রোগ-টোগ নাই
আসল রোগটা বইলা ফালাই।
নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে
নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে
সেলফি ভাইরা আইলো একালে
সেলফি ভাইরা আইলো একালে।
ও সেলফি ভাইরাস আইলো
দেশে নাই কাজ
লোকজন তোলে সেলফি
মোবাইল দিয়া সারাটাদিন
নারে,নারে,নারে,নারে
ঘর থেকে যা শুরু কইরা
মসজিদেতে আছে
খাবার টেবিল গোসল খানা
বাদ নাই কোনটাতে
কী খাইলো আর কী পড়িলো
এটাও তোলে সেলফি।
ফেসবুকেতে আপলোড দিয়া
লাগায় শুধু ভেলকি
মায়ের সাথে বোনের সাথেও
গলা-গলি সেলফি
গার্লফেন্ড কথায় তো নাই
না তুললে আর হয় কী?
এই হলো আজ দুনিয়ার হাল
সেলফি রোগ করছে বেসামাল। (২বার)
দিন যত যায় ততোই রোগী
বাড়ছে এক তালে। (২বার)
সেলফি ভাইরা আইলো একালে
সেলফি ভাইরা যাইলো একালে।
রোড ঘাটেতে কত মানুষ
এক্সিডেন্টে মরে
আমরা তখন সেলফি তুলে
জানান দেই পোষ্ট করে।
১০ জন ঘিরে থাকলে ৯জন
সেলফি তোলাই বিজি
আহত লোক মারা যেতে
এই কারণটাই ইজি।
চোখের সামনে ঝগড়া-ঝাটি
করে যদি কেহ
থামাবো তো দূরের কথা
সেলফি তোলাই ব্যস্ত।
এই হলো আজ দুনিয়ার হাল
সেলফি রোগ করছে বেসামাল। (২বার)
দিন যত যায় ততোই রোগী
বাড়ছে এক তালে। (২বার)
সেলফি ভাইরা আইলো একালে
সেলফি ভাইরা যাইলো একালে।
যাকাত-সদকাহ অনুদান
যদি কেহ করে
১ কেজি চাউল দিয়া সেলফি
তোলে মোবাইল ভরে।
ফেসবুকেতে পোষ্ট করে
চায় শুধু লাইক-শেয়ার
কমেন্ট বক্সেও মেলে তখন
হরেক সেকফির বাহার।
হাফেয-আলেম,মুফতি-ইমাম
বাদ নাই যে কেহ আর
ছাত্র-শিক্ষক,ডাক্তার,নেতা
উকিল আর ব্যারিস্টার।
যেই লোক যেমন সেলফিও তেমন
ভালো খারাপ দেখতে কেমন। (২বার)
সবকিছু আজ জস্টিফাই হয়
ফেইসবুক ওয়ালে। (২বার)
সেলফি ভাইরা আইলো একালে
সেলফি ভাইরা যাইলো একালে
ও সেলফি ভাইরাস
আইলো দেশে নাই কাজ
লোকজন তোলে সেলফি
মোবাইল দিয়া সারাটাদিন
নারে,নারে,নারে,নারে
মসজিদে নামাজে গেলে
সেলফি ইবাদাতে
এতেকাফে বসে সেলফি
কোরআন তেলাওয়াতে
সভা-সমাবেশ কি বা
বয়ানের মাহফিলে।
বক্তা-শ্রোতা সবাই এখন
সেলফির দখলে।
হজ্জ-উমরাহ করতে গিয়ে
আদব-আখলাক ভুলে
আল্লাহর ঘরকে সামনে রেখে
শুধুই সেলফি তুলে।
এই হলো আজ আমলের হাল
সেলফি রোগ করছে বেসামাল। (২বার)
দিন যত যায় ততোই রোগী
বাড়ছে এক তালে। (২বার)
সেলফি ভাইরা আইলো একালে
সেলফি ভাইরা যাইলো একালে।
আমি বলি ভালো কাজের
সেলফি তুলো যেমন
খারাপ কাজটা করার সময়
সেলফি তুলো তেমন।
দুর্নীতিবাজ দুর্নীতিতে
চোর চুরিতে সেলফি
মানুষ যখন ঠকাও তখন
হয়ে যাক না সেলফি।
তাহলেই তো চেনা যাবে
কে খারাপ কে ভালো
সমাজটাকেও গড়া যাবে
দিয়ে ন্যায়ের আলো ।
আযথায় আর সেলফি নয়
দূর করতে সব অবক্ষয়
আযথায় আর সেলফি নয়
দূর করতে সব অবক্ষয়।
এই সমজটাকে পাল্টে দিবো
কোরআনের আলোয়।
এসো করি আজ প্রত্যয়
এসো করি আজ প্রত্যয়
এসো করি আজ প্রত্যয়
এসো করি আজ প্রত্যয়।
সেলফি গজলের লিরিক্স – কলরব
Kon jamanay porlam re
Mobile sob khailo re
Adob-akhlak ja chilo.
Sob uira gelo re
Thanda kashi jorer rog
Kore ekhon ovijog.