আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে বাংলা ভাষায় কিছু সেরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের স্ট্যাটাস শেয়ার করা হলো। আপনি যদি কিছু বাংলা টেক্সট Whatsapp এবং Facebook স্ট্যাটাস খুঁজছেন তাহলে আপনি এখন সঠিক জায়গাতে আছেন। আপনি এই বাংলা স্ট্যাটাসের মাধ্যমে আপনার মনের ভাবনা গুলো সবার কছে বা আপনার বন্ধদের মাঝে প্রকাশ করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপের এবং ফেসবুকের বাংলা স্ট্যাটাসে অনেক চিন্তাভাবনা করে পোস্ট গুলি করেছি, যা আপনাকে এবং বাকিদের মুগ্ধ করবে। আপনি যদি একটি স্ট্যাটাস বা ফটো সবার সাথে শেয়ার করতে চান তবে আপনি এইখানের বাংলা ভাষার স্ট্যাটাস গুলি কপি করে আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এটি সবার সাথে শেয়ার করতে পারবেন এবং ফটো সবার সাথে শেয়ার করতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
Best Bengali Status For Whatsapp & Facebook 2022 | সেরা বাংলা স্ট্যাটাস ২০২২
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং মুভি এবং হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের স্ট্যাটাস প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Romantic Status Bangla Fb 2022
-দুই চারদিন যত্ন নেয়া হলো প্রেম।
-আর সারাজীবন দায়িত্ব নেওয়া
হলো ভালোবাসা।❤️
-কারনে
-অকারনে
-ভালোবাসি ।❤️
Romantic Status Bangla Fb
– রক্তে মিশে গেছো তুমি।
– তোমাকে কখনো ভুলতে পারবোনা।🥰
ভারোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রনা
একমাএ যে হারায় সে”ই বুঝে।।😪
সে কি জানেনা.?
তার সাথে কথা না বললে
আমার খুব কষ্ট হয়!😪
ফেসবুক বাংলা ক্যাপশন ২০২২
ভালোবাসা আছে বলেই
মানুষের জন্য মানুষের এত মায়া। 🥰
romantic love status bangla
প্রেমিকার শরীর
ডুবে গেলে মৃত্যু
ভেঙে গেলে প্রেম
আর থেকে গেলে ভালোবাসা।
রোমান্টিক বাংলা মুভি ডাউনলোড করুন
চা আছে চিনি নাই
বিছানাতে আমি আছি,ঘুমানোর জন্য
একটা তুমি নাই!😘
রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস
আমি তাকেই চাই
যে আমার ব্যর্থতা ও সফলতা দুটো’কেই
ভালোবাসবে!
bangla romantic status
ভুল করবে বারেবারে
তবুও ফিরিয়ে নেবো আবার –
কারণ ,তোমার মতো রাজকন্যা
ভাগ্যে থাকেনা সবার…
তুমি আমার,
গল্পের সেই অধ্যায়।
যা কখনো শেষ হবে না!🥰
রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস
ঝগড়া ঝাটি বন্ধ করে , চুপটি করে শোনো
রাগলে তোমায় দারুন লাগে , অভিমান হয়না কোন।
ভুল করলে
শুধরে দেওয়াটাই ভালোবাসা
ছেড়ে যাওয়া নয়!💖
bangla romantic status for facebook
ভালোবাসা ও হার মেনে যায়
অভিমান আর ইগোর কাছে,
প্রেম মানেই ভালোবাসা না
প্রথম প্রেমিক বুঝিয়ে গেছে।
ইগো নিয়েই থেকো তুমি
বলব না কিছু প্রিয় ।
যেখানেই থেকো , ভালো থেকো!
আর নিজের যত্ন নিও।
রোমান্টিক ছবির ক্যাপশন
আবার যেদিন আসবে ফিরে
ভালোবাসি আর বলবো না
আমার হৃদয় জখম হলেও
শুধু তোমার কাছে গলবো না।
কাছে এসো , পাশে বসো
আসব না আমি বারবার ,
জড়িয়ে ধরো আদর করো
মেটাও সব আবদার।
valobasar status bangla
তুমি যদি অভিমান করো
আমারও হয় কষ্ট,
রাগ ভাঙতে গিফট লাগেনা,
আদরটুকুই যথেষ্ট।
ঘেন্না করা সহজ বড্ড
ভালোবাসা নয় ,
ছেড়ে যাওয়া সহজ খুব
আগলে রাখা নয়।
ফেইসবুক বাংলা ক্যাপশন
ভাঙছে রোজ মনের ঘর
টেরটি পায়নি কিচ্ছু কেহ
একাকীত্ব সঙ্গী যাদের
অভিনয়ে পটু জীবন্ত মৃতদেহ।
যদি পারো রেখে দিও
যদি পারো জুড়ে নিও সব ,
ছেড়ে যাওয়া ভীষণ সহজ
ধরে রাখা টাই অসম্ভব।
valobashar sms bangla lekha
মাঝপথে হাত ছাড়লো কজন
হয়নি আমার লোক গোনা!
থাকার যে , সে এমনি থাকে!
হারায় যারা যোগ্য না ।
থাকুক নিজের বলতে এমন
একটা মানুষ কোন
পরিস্থিতির চাপেও
যে হাত ছাড়বে না কক্ষনো ।
valobasar pic download
নিজের কাছে অপরাধী সেও
লুকিয়ে রাখে আয়না ,
চোখের দিকে চোখ রেখে কখনও
মিথ্যে বলা যায়না।
ব্যাথার ভিড়ে সবাই একা
বুকের মাঝে আছড়ে পড়ে ঢেউ ,
যন্ত্রনারা সব একই আছে
শুধু আগলে রাখে না কেউ।
valobasar pic bangla
একের পর এক ভাঙলো সেতু
টের পেলো না সে তো …
সত্যি যদি যাওয়ার হতো ,
বলে দেয়াই যেতো।
*হাজার তারা চাই না আমি,
একটা চাঁদ চাই।
হাজার ফুল চাই না আমি,
একটা গোলাপ চাই।
হাজার জনম চাই না আমি,
একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।**
**জানিনা তুমি কে,
আর কেনই বা ডাকি তোমায় আমি।
তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,
মিতো অদেখা সেই স্বপ্ন,
তুমি আমার কল্পনার রাজকুমারী।**
**তুমি আছো বলে মন ফুরফুরে,
সঙ্গে চিপস কুরকুরে।
তুমি হাঁসো বলে বৃষ্টি রিমঝিম,
কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।**
**তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবীকে লুটাতে পারি বন্ধু তোরই পায়,
এবার তুই বল,
এভাবে আর কতো মিথ্যে বলা যায়…!!!**
**জীবনটা ধরো সাগর,
আর হৃদয় তার তীর।
তুমি হলে সাগর।
তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে
তবে ব্যাপার হলো সবগুলো ঢেউ কি
তীর স্পর্শ করতে পারে…???**
Bangla Romantic Movie Download
**একটা সত্যিকারের ভালোবাসা,
একটা অসহায় জীবনকে নতুন করে
রূপ দিতে পারে,
আবার একটি মিথ্যে ভালোবাসা
একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।**
**ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন।
পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে
যদি সেই ভালোবাসা জীবনের
মধ্যে বিদ্যমান থাকে।**
**গোলাপ যায় শুকিয়ে,
চাঁদ যায় লুকিয়ে।
দিন যায় ফুরিয়ে,
পাখিরা যায় উড়িয়ে।
কথা দিলাম বন্ধু তোমায়
দেবো না আমি হারিয়ে।
যদি রাখো তোমার হৃদয়ে,
থাকবো আমি তোমার হয়ে…**
**হৃদয়ের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজও, ভালোবাসি তারে।
ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি,
কি করে বোঝাবো তারে,
আমি তাকে কতটা ভালোবাসি…!!!**
**ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে,
মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে,
তুমি কি পারবেনা শত কষ্টের মাঝে
আমাকে ভালোবাসতে…???**
**ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেন্দি দিয়ে,
আর তোমায় সাজাবো আমি,
আমার ভালোবাসা দিয়ে…**
**কতো সুন্দর তুমি,
প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন,
ভালোবেসে হারাব দুজন।
মায়াবী তোমার আখি,
দিওনা আমায় ফাঁকি।
সুন্দর তোমার হাসি,
আমি তোমায় ভালোবাসি।**
**চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি,
মন জমিনে নামিয়েছিলো মুসল ধারায় বৃষ্টি।
তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি।
সেদিন থেকে, যেদিন নিলি মনটা করে চুরি।**
**গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে…**
**তোমার সাথে দেখা আমার,
বহুদিনের পরে।
কেমন ছিল এতদিন,
তুমি আমায় ছেড়ে…**
**সত্যি করে বলো দেখি,
একটা কথা মোরে।
বিয়ের পর মারবে নাতো,
আমায় ধরে ধরে।**
**টানছো কেন আঁচল ধরে,
সবাই দেখে নেবে।
বিয়ের পরে আমায় তুমি,
আপন করে পাবে।**
**তোমার চিঠি পরতো যদি,
আমার বাবার হাতে।
ঘরের বাইরে আমাকে আর
দিত নাকো যেতে।**
**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই।
ঘুরবো পথে লয়ে তারে,
তোমারে জানাই।**
**মনের নীল খামে,
প্রথম চিঠি তোমার নামে।
তাও আবার মনে মনে,
পাঠিয়েছি মোবাইল ফোনে।
পরে দেখো শেষ লাইন,
মিস করছি তোমায়…**
**ভালোবাসা যদি হয় দামি,
তবে কেন ভালোবাসার জন্য
ঝরে চোখের পানি ?
ভালোবাসা যদি হয় জীবনের নাম,
তবে কেন অকালে ঝরে যায়
হাজারো মানুষের প্রাণ…**
**এবার তুমি রাগ করো না,
করো নাকো ভঙ্গি।
আজই তোমায় নিয়ে যাবো,
দেখতে অমরসঙ্গী।**
**তোমায় আমি ভালোবাসি,
বলতে পাই লাজ।
মনে বহু সাহস ভরে,
চিঠি দিলাম আজ।**
**মনের মতো ঘোরার সময়
সঙ্গী যদি পাই।
ঘুরবো পথে লয়ে তারে,
তোমারে জানাই।**
**রূপের তুলনা নাইকো তোমার,
তুমি যে অপরুপা।
কিছুতেই তো যায়না ভোলা,
ক্ষনিকের সেই দেখা।**
**তোমার মুখে মিষ্টি হাসি,
ভুলতে পারি নাই।
তাইতো আমি তোমার আশায়,
পথের পানে চাই।**
**তোমার আশায় বসে আছি,
পথ পানে চেয়ে।
আসবে কবে আমার কাছে,
ওগো সোনা মেয়ে।**
**চোখে চোখে দু’জনায়,
যেদিন দেখা হলো।
পারলাম নাতো বলতে কিছু,
অনেক বলার ছিল।**
**রাতে শুয়ে ঘুম আসে না,
ভেবে তোমার কথা।
কবে তুমি আসবে বলো,
আমার সাথে হেথা…**
**তোমার মতন পাশে যদি,
পেতাম জীবনসাথী।
আশা মোর পূর্ণ হতো,
হতাম বেশি খুশি।**
**হাতে তোমার হাতটি দিলে,
হৃদয় খুশি হয়।
প্রেমের পরশ সোনার পরশ,
একই মনে হয়।**
**তুমি আমার প্রেমের রানী,
আমি প্রেমের রাজা।
সেই প্রেমের স্বর্গে মোরা,
রই যে একা একা।**