Roddur Esechilo Poem Lyrics (রোদ্দুর এসেছিল) Nandini Bhar | Baundule

Roddur Esechilo Poem Lyrics By Nandini Bhar From Baundule

Roddur Esechilo Is Bengali Poem. Recited by Nandini Bhar. This Poem Written by Partha Ghosh.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem Name : Roddur Esechilo – রোদ্দুর এসেছিল
Written by : Partha Ghosh
Recitation by : Nandini Bhar
Mixed by : Spandan Bhattacharya
Edited by : Arup Keshri
Label : Baundule Official

Roddur Esechilo Kobita In Bengali

ভীষণ গুমোট গ্রীষ্ম দিনে মেঘ খুঁজতে গিয়ে
শুনতে পেলাম মেঘের নাকি শ্রাবণ মাসে বিয়ে
আমার আবার শ্রাবণ মাসে ভীষণ রকম ভয়
প্রতিদিনই নিয়ম করে মন কেমন হয়।

সারবে কি সে ভালো মত ওসব মেঘ জানতো,
বলার আগেই আসার সময় বৃষ্টি সাথে আনতো।

অভিযোগ নেই
তবুওতো খোঁজ রাখলে পারতো
কত গুমোট গ্রীষ্ম দিন অবলীলায় হারতো
যে পাড়াতে মেঘের বাড়ি যেখান থেকে আসতো
যেখান থেকে সংগোপনে আমায় ভালোবাসতো।

শুনছি গিয়ে এখন নাকি অন্য কোন পাড়ায়
লোক দেখিয়ে ঝরতে পারে ভীষণ মুষলধারায়
ফিরছি যখন, শুন্য আকাশ ডেকে বলেছিল
দেখা হলে বলে দেবো রোদ্দুর এসেছিলো
রোদ্দুর এসেছিল।

রোদ্দুর এসেছিল বাংলা কবিতা আবৃত্তি লিরিক্স

Shunchi giye ekhon
naki onno kono paray
Lok dekhiye jhorte
pare vishon musholdharay.

Firchi jokhon shunno
akash deke bolechilo
Dekha hole bole
debo roddur esechilo.

Kotokal Bhalobasa Hoy Na Nijeke Poem Munmun Mukherjee

Leave a Comment