Rahmate Ramjan Lyrics (রহমতে রমজান) Muhammad Badruzzaman | Ahmod
Rahmate Ramjan Gojol Lyrics By Muhammad Badruzzaman And Ahmod Abdullah
Rahmate Ramjan Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Muhammad Badruzzaman And Ahmod Abdullah. This Song Lyric And Tune was Created By Ahmod Abdullahn.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Rahmate Ramjan – রহমতে রমজান
Singer: Muhammad Badruzzaman And Ahmod Abdullah
Lyric & Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
Sound Design: Shehzaad
Video Director: H Al Haadi
Rahmate Ramjan Gojol Lyrics In Bengali
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান।
তিলাওয়াত বা তাসবীহ
ইফতার তারাবীহ
আর সেহেরিতে দস্তরখানে
নিয়ামতের বয়ান।
রোজাদার সে চেহরায়-
নূরে নূর যে চমকায়
ইবাদাতেরই উৎসবে
সামিল সারা জাহান।
রমজান মেহেরবান রমজান মেহেরবান
রমজান মেহেরবান রমজান মেহেরবান
রমজান তো খুশবু ছড়ানো আলো দার ঈমান।
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান।
রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ
রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ।
এক ওয়াক্তে পানাহার
এক ওয়াক্তে পরিহার
এক ওয়াক্তে পানাহার
এক ওয়াক্তে পরিহার
এক লক্ষ বুকে এক নিয়মে
সব রোজাদার অনন্য এক সুন্দরে
রমজান তো মহান।
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান।
আজানে আজানে সিজদার পরে সংবাদ
ভাঙ্গে মুমিন মনের আায়েশই অবসাদ
আজানে আজানে সিজদার পরে সংবাদ
ভাঙ্গে মুমিন মনের আায়েশই অবসাদ।
আজ জাগছে ঈমানদার
গায় আল্লাহু-আকবার
আজ জাগছে ঈমানদার
গায় আল্লাহু-আকবার।
প্রাণ দোলছে পেয়ে পাক গোলামির
সুখ সমাহার অনন্য সান
সৌকতে রমজান তো মহান
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান
রোওনাকে রমজান নেয়ামতে রমজান
বরকতে রমজান রহমতে রমজান।
রহমতে রমজান গজলের লিরিক্স
ronoake ramjan neamote ramjan
borkote ramjan rohomote ramjan
ronoake ramjan neamote ramjan
borkote ramjan rohomote ramjan.
tiloyat ba tasbhe
iftar tarabhe.