Probasir Ekla Ghor Gojol Lyrics (প্রবাসীর একলা ঘর) Abu Rayhan
Probasir Ekla Ghor Gojol Lyrics By Abu Rayhan From Holy Tune
Probasir Ekla Ghor Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abu Rayhan. This Song Lyric And Tune was Created By Ataur Rahman Alhadi And Ataur Rahman Alhadi.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Probasir Ekla Ghor – প্রবাসীর একলা ঘর
Singer: Abu Rayhan
Lyric: Ataur Rahman Alhadi
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Video Director: H AL Haadi
Label : Holy Tune
Probasir Ekla Ghor Gojol Lyrics In Bengali
আজ প্রবাসে একলা ঘরে
পরছে মনে মা কে
বারে বারে
দূর অতিতের
ঐ স্বর আমায় ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
খেলার সাথি পাঠের সাথি
নেই এখানে কেউ
তীর হারা এই ত্রীবন নদীর
কেই দেখেনা দেউ।
দুখের কথা মোর সুখের কথা
দুখের কথা মোর সুখের কথা
বলবো আমি কাকে।
আজ প্রবাসে একলা ঘরে
পড়ছে মনে মা কে
বারে বারে
দূর অতিতের
ঐ স্বর আমায় ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
হিমেল রাজু
মৃদুল রানা
হয় না দেখা মন
শুনেছি রীনার
হয়েছে বিয়ে
পাই নি ডলির সুখ।
আজও জানা হয়নি আমার
লিটন কোথায় থাকে
লিটন কোথায় থাকে।
ঈদের দিনে
পাই না বিরাম
গুন গুনিয়ে কাঁদি
আমায় বিনে
রই না থেমে
প্রিয় জনের শাদী।
দূর থেকে তাই
মোর আচল ভেজায়
দূর থেকে তাই
মোর আচল ভেজায়
গন্ধ আসে নাকে।
আজ প্রবাসে একলা ঘরে
পরছে মনে মা কে
বারে বারে
দূর অতিতে
ঐ স্বর আমায় ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
প্রবাসীর একলা ঘর গজলের লিরিক্স – আবু রায়হান
aaj probase ekla ghore
porche mone make
bare bare.
dur otiter
oi soor amai dake
aaj probase ekla ghore.