Premer Poroshe Lyrics By Arfin Rumey And Nischup Bristy
Premer Poroshe Lyrics Is Bangla Song. This Song Is Sung By Arfin Rumey And Nischup Bristy. Music Composed by Arfin Rumey. This Song Lyric And Tune was Created By Anurup Aich And Arfin Rumey.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Premer Poroshe – প্রেমের পরশে
Singer : Arfin Rumey And Nischup Bristy
Lyric : Anurup Aich
Tune : Arfin Rumey
Music : Arfin Rumey
Album : Premer Poroshe
Label : CD Choice
Premer Poroshe Song Lyrics In Bengali
শোনো গো প্রিয়তমা
এ হৃদয় তোমাতে ফানা
শোনো গো প্রিয়তমা
কত ভালোবাসি তুমি জানো না
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখেছি জমা
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে
তুমি মোর প্রেরণা মনেরও গহিনে
তুমি আমি বেঁচে আছি প্রেমেরই অহিনে
তুমি অনুপ্রেরণা এ হৃদয় গগনে
দুজনে এক হতে চাই এই মধু লগনে
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখেছি জমা
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে
তুমি ছাড়া জীবনে চাই না কিছুই
তোমাকে ভালোবেসে বাঁচবো শুধুই
তুমি ছাড়া আমার আর কে আছে
তুমি আছো বলেই আমার নিশ্বাস বাঁচে
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখেছি জমা
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে।
প্রেমের পরশে গানের লিরিক্স – আরফিন রুমি
Sono go priyotoma
E hridoy tomate phana
Sono go priyotoma.
Koto bhalobasi tumi jano na
Tomar tore jibon bhare.
Sob prem buke rakhechi joma
Tumi kache ese amay bhalobese
Joriye rakho premer parose.
Tumi more prerana moner’o gohine
Tumi ami bece achi premeri ahine
Tumi anupreona e hridoy gogone
Dujone ek hote cai madhu lagone.
Tumi chara jibone cai na kichui
Tomake bhalobese bacbo sudhui
Tumi chara amar ar ke ache
Tumi acho bolei amar nisas bace.