Premer Nodi Lyrics By Arman Alif
Premer Nodi Lyrics Is Bengali Song. This Song Is Sung By Arman Alif. Music Composed By SK Sammer. This Song Lyrics And Tune Created By SK Sammer.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Premer Nodi – প্রেমের নদী
Singer: Arman Alif
Lyrics: SK Sammer
Tune & Music: SK Sammer
Present: Shahadat Official
Premer Nodi Song Lyrics In Bengali
আমায় ভুলে বাঁধন খুলে
ধরলি অন্য হাত
বিষণ্ণতার সঙ্গী আমার
দীর্ঘ প্রতি রাত – ২ বার
তোকে ভেবে ভেবে এখন
কাটে নাতো দিন
ব্যথাগুলো বাজায় বুকে
নিরব ভায়োলিন
এলোমেলো হচ্ছি ভীষণ
কেউ রাখে না খোজ
নিজের মাঝে নিজেই আমি
যাই হারিয়ে রোজ – ২ বার
মনের বনে ফাগুন ছিলো
যখন ছিলি তুই
এখন আমি চোখের জলে
অগ্নি কান্না ছোঁয় – ২ বার
তোকে ছাড়া যাই না ভাবা
অন্য কিছু আর
বুকের ভিতর কষ্ট গুলো
করে যে তোলপাড়
এলোমেলো হচ্ছি ভীষণ
কেউ রাখে না খোজ
নিজের মাঝে নিজেই আমি
যাই হারিয়ে রোজ – ২ বার
প্রেমের নদী তকেই ভেবে
দিয়েছিলাম ডুব
সুখের সাতার কাটবো আমি
চেয়েছিলাম খুব – ২ বার
কি কারণে করলি একা
করলি এত পর
জীবন জুরে হঠাৎ করে
নেমে এলো ঝর
এলোমেলো হচ্ছি ভীষণ
কেউ রাখে না খোজ
নিজের মাঝে নিজেই আমি
যাই হারিয়ে রোজ – ২ বার
প্রেমের নদী গানের লিরিক্স
Amay bhule badhon khule
Dhorli anyo haat
Bisonnotar sangi amar
Dirgho proti raat.
Toke bhebe bhebe ekhon
Kate nato din
Byathagulo bajay buke
Nirab bhayolin.
Elomelo hacchi bhison
Keu rakhe na khoj
Nijer majhe nijai ami
Jai hairye roj.
Toke chara jai na bhaba
Anyo kichu ar
Buker bhitor kosto gulo
Kore je tolpar.
Premer nodi tokei bhebe
Diyacilam dub
Sukher satar katbo ami
Ceyechilam khub.