Phool Kumari Lyrics By Sadman Pappu
Phool Kumari Lyrics Is Bengali Song. This Song Is Sung By Sadman Pappu. Music Composed By Nomon. This Song Lyrics & Tune Created By Sadman Pappu.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Phool Kumari – ফুল কুমারী
Singer : Sadman Pappu
Lyric : Sadman Pappu
Tune : Sadman Pappu
Music : Nomon
Cast : Nayeem & Ajanta
DOP, Edit & Color : Yasin Bin Arian
Director : Soumitra Ghose Emon
Language : Bangla
Label : Agniveena
Phool Kumari Song Lyrics In Bengali
ওরে নাইরে মন সুখ নাই
বন্ধু কোথায় তোরে খুঁজেরে পাই
কথাছিল ফুল তুলিবি
প্রেম জলেতে স্নান করিবি (২ বার)
নীল পদ্ম পুকুরে
বোঁকা পোলা বানাইয়া আমায়
নালায় ডুবাইলি রে
এখন তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলিরে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলি রে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে।
প্রতি বিকেলে দুজন কাঁশবন পেরিয়ে
নদীর বুকে ভেসে যেতাম হারিয়ে
ওর কাঁজলকালো চোখে
ছিলো কি মায়া রে
ভুলতে পারিনা গাঁথা বুকে আহারে
বেঈমানির ফল পাবি
নাচনেআলি ফুল কুমারি
রোজ আসরে
হাইরে বোঁকা পোলা
বানাইয়া আমায়
নালায় ডুবাইলি রে।
এখন তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলিরে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলি রে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে।
বছর ঘুরে হতো বৈশাখী মেলারে
কিনে দিতাম চুরি গলায় মালা রে
লজ্জাবতী ছিলি খুব সাদাসিদে রে
বলতি যাবিনা ছেড়ে কেঁদে জড়িয়ে
অভিনয় ধোঁকাবাজি এই
ছিল তোর মনে বুজি
বিচার হবে আসরে
হাইরে বোকা পোলা
বানাইয়া আমায়,
নালায় ডুবাইলি
এখন তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলিরে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর
ক্লাবের ডিসকো আলি রে
কিভাবে রে বদলে গেলি
ফুল কুমারী রে।
ফুল কুমারী গানের লিরিক্স
Ore naire mon sukh nai
Bandhu kothay tore jhujere pai
Kothachilo phul tulibi.
Prem jolete sanan koribi
Nill padyo pukure
Boka pola banaiya amay.
Nalay dubaili re
Ekhon tui naki kon sohar
Cluber disco alite.
Kibhabe re bodle geli
Phool kumari re.