Payra Payra Mon Lyrics By Mahtim Shakib And Tasmee
Payra Payra Mon Lyrics Is Bengali Song. This Song Is Sung By Mahtim Shakib And Tasmee. Music Composed By Shovon Roy. This Song Lyrics Created By Prosenjit Ojha.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Payra Payra Mon – পায়রা পায়রা মন
Singer : Mahtim Shakib And Tasmee
Lyrics : Prosenjit Ojha
Compositions : Shovon Roy
Label : Protune
Payra Payra Mon Song Lyrics In Bengali
আমার পায়রা পায়রা মন
তোমার একলা ছাদের কোন
আমি রোদের ডানায় হাসি
তোমায় একটু দেখলে বাচিঁ – ২ বার
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয় – ২ বার
ফের এক পা দু পা করে
যখন সন্ধ্যা নেমে আসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
কোথায় ছিলে তুমি
আমি কোথায় ছিলাম
কেমন করে তোমার
এতো আপন হলাম – ২ বার
দেখি রাত্রি নয় আর কালো
যেন রুপকথারই আসর
সব গল্প মিলে মিশে
তোমায় ভালোবাসে
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়
ফের এক পা দু পা করে
যখন সন্ধ্যা নেমে আসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
তোমায় ছাড়া সময়
যেন ফেলে রাখে ছিপ
নিশ্বাস লাগে বন্ধ
বুঝি নিভে যাবে দীপ – ২ বার
তুমি একটু আড়াল থাকলে
আমার দিন হয়ে যায় বছর
তুমি ছাড়া কাটে ত্রাসে
হারাই হা হুতাশে
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়
ফের এক পা দু পা করে
যখন সন্ধ্যা নেমে আসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে
পায়রা পায়রা মন লিরিক্স
Amar payra payra mon
Tomar ekla chader kon
Ami roder danay hasi
Tomay ektu dekhale baci.
Ami kothar utsabe
Jkhon mele dhori hridoy
Tumi godhuli rong mekhe
Bhabo ki hoy ki hoy.
Pher ek pa du pa kore
Jakhon sandha neme ase
Amar cokher patay sudhu.
Tomar chobi bhase
Amar cokher patay sudhu
Tomar chobi vase.
Kothai chile tumi
Ami kothay silam
Kemon kore tomar
Ato apon holam.