Otit Vular Oushodh Lyrics By Gogon Sakib
Otit Vular Oushodh Lyrics Is Bengali Sad Song. This Song Is Sung By Gogon Sakib. Music Composed By Anim Khan. This Song Lyrics & Tune Created By Gogon Sakib.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Otit Vular Oushodh
Singer: Gogon Sakib
Lyrics & Tune: Gogon Sakib
Music: Anim Khan
Dop: Abdullah Al Mamun
Label: Gogon Sakib
Otit Vular Oushodh Song Lyrics In Bengali
প্রেমের নামে দিলো ফাঁকি
আমার পোষা পাখি!
প্রেমের নামে ঠকাইলো সে
ঝরাইলো দুই আঁখি। (২বার)
তার পাখারি ঝাপটা নিতে
সুখের হাওয়া বয়!
আমার জীবন কষ্টে মাখা
আগের মতোই রয়।
কেমন কইরা সে
ওরে কেমন কইরা রে
আমায় করছে রে সে পর
আমায় করছে যাযাবর।
কেমন কইরা করছে পাখি
অন্য লোকের ঘর!
কেমন করে খুড়ছে পাখি
আমার এ অন্তর। (২বার)
অতীত ভুলার ঔষধ
কেউ আইনা দেনা রে!
গিলা খাইয়া যেন আমি
ভুইলা যাই তারে।
পাখির শোকে বয় রে রোজী
বয় রে দুঃখের ঝড়!
হয় রে আমার কান্নার ঢেউ
পাখির হয় বাসর। (২বার)
হয়না রে আজ এই আমার
মইরা যাওয়ার ভয়!
আমার তো সেই শূন্য খাঁচা
শূন্যই পড়ে রয়।
কেমন কইরা সে
ওরে কেমন কইরা রে
আমায় করছে রে সে পর
আমায় করছে যাযাবর।
কেমন কইরা করছে পাখি
অন্য লোকের ঘর!
কেমন করে খুড়ছে পাখি
আমার এ অন্তর। (২বার)
অতীত ভুলার ঔষধ
কেউ আইনা দেনা রে!
গিলা খাইয়া যেন আমি
ভুইলা যাই তারে।
অতীত ভুলার ঔষধ লিরিক্স – গগন সাকিব
premer name dilo faki
amar posha pakhi
premer name thokaylo
jhoraylo dui akhi.
tar pakhari jhapta nite
sukher hauwa boi
amar jibon koste makha
ager motoy roy.
Read more – Neshar Nouka 8 Lyrics