Onubhuti Lyrics (অনুভূতি) Sahil Sanjan | Piran Khan | Love Vs Crush 2

Onubhuti Lyrics By Sahil Sanjan Chowdhury And Piran Khan From Love Vs Crush 2

Onubhuti Lyrics Is Bangla Love vs Crush 2 Drama Song. Starring : Farhan Ahmed Jovan & Mehazabien Chowdhury. This Song Is Sung By Sahil Sanjan Chowdhury. Music Composed by Piran Khan. This Song Lyric And Tune was Created By Tanjib Sowrov And Piran Khan.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song – Onubhuti – অনুভূতি
Singer – Sahil Sanjan Chowdhury
Tune & Music : Piran Khan
Lyrics – Piran khan & Tanjib Sowrov
Drama – Love vs Crush 2
Direction : Probir Roy Chowdhury
Starring : Farhan Ahmed Jovan & Mehazabien Chowdhury
Producer : Zahirul Islam Shohel
Choreographer – Mofassal Al Alif
Cinematography : Kamrul Islam Shubho
Label : CD Choice

Onubhuti Song Lyrics In Bengali

দূরে দূরে কেনো থাকো
পাশে এসে হাতটি ধরো
চোখে চোখ রেখে বলো
ভালোবাসো।

ক্লাসে ফাকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সচয়।

তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।

আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।

কোন মায়া কোন সূরে
বেঁধেছো আমাকে

ছেড়ে যাবে না কখনো
তোমারই চোখেতে
পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো।

তোমার চোখে কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া।

তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।

আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।

অনুভূতি গানের লিরিক্স

dure dure keno thako
pashe asho hatti dhoro
cokhe cokh rekhe bolo
valubasho.

classe fake tomai dekhe
prothom preme pora
tomai dekhe valo laga
tomai ghere socoi.

Tumi Amar Onek Shokher Lyrics Piran Khan

Leave a Comment