Onnoke Thokano Gojol Lyrics By Humayra Afrin Era
Onnoke Thokano Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Humayra Afrin Era. This Song Lyric And Tune Was Created By Abdullah Awal And Golam Mowla.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Onnoke Thokano – অন্যকে ঠকানো
Singer: Humayra Afrin Era
Tune: Golam Mowla
Lyrics: Abdullah Awal
Presented: Hasnehena Afrin
Music: Tanvir Khan
Video: Tanvir Khan
Onnoke Thokano Gojol Lyrics In Bengali
কেউ যখনি জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকল যে সে নিজেই
কেউ যখনি জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকল যে সে নিজেই
অন্যকে ঠকিয়ে ভাই
মনের খায়েশ যায় মিটায়
অন্যকে ঠকিয়ে ভাই
মনের খায়েশ যায় মিটায়
সত্যিকারের অর্থ হল
মোটেও জায়না জিতা
কেউ যখনি জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকল যে সে নিজেই
কেউ যখনি জিতে যায়
আরেক জনের জন্য যদি গর্ত খোড়া হয়
সেই গর্তে পড়বে নিজেই
নেই কোন সংসঙ
আরেক জনের জন্য যদি গর্ত খোড়া হয়
সেই গর্তে পড়বে নিজেই
নেই কোন সংসঙ
শুন বন্ধু পরের তরে গর্ত করনা
শুন বন্ধু পরের তরে গর্ত করনা
থাকবে ভাল নিজে তুমি
থাকবে স্বজনেরা
কেউ যখনি জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকল যে সে নিজেই
কেউ যখনি জিতে যায়
কারুর ক্ষতি করার মানে নিজের ক্ষতি হয়
এই কথাটা বুঝলে আগে লাভ হবে নিশ্চয়
কারুর ক্ষতি করার মানে নিজের ক্ষতি হয়
এই কথাটা বুঝলে আগে লাভ হবে নিশ্চয়
শুন সার অন্য কারু ক্ষতি করনা
শুন বন্ধু অন্য কারু ক্ষতি করনা
থাকবে ভাল নিজে তুমি
থাকবে স্বজনেরা
কেউ যখনি জিতে যায়
অন্যকে ঠকিয়ে
সে জানেনা দিনের শেষে
ঠকল যে সে নিজেই
কেউ যখনি জিতে যায়(৫)
অন্যকে ঠকানো গজলের লিরিক্স – হুমায়রা আফরিন ইরা
keu jokhoni jite jai
onnoke thokiye
se janena diner shesh
thoklo je se nijei.
keu jokhoni jite jai
onnoke thokiye
se janena diner shesh
thoklo je se nijei.