O Mon Lyrics (ও মন) Imran Mahmudul | Kona

O Mon Lyrics By Imran Mahmudul And Kona

O Mon Lyrics Is Bengali Mukhosh Movie Song. This Song Is Sung By Imran Mahmudul And Dilshad Nahar Kona. Music Composed By Emon Chowdhury. This Song Lyrics And Tune Created By Abraham Tamim And Emon Chowdhury.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : O Mon – ও মন
Vocal : Imran Mahmudul And Kona
Lyricist : Abraham Tamim
Tune & Music : Emon Chowdhury
Movie: Mukhosh
Music Label: Tiger Media

O Mon Song Lyrics In Bengali

চলছি কোথায় কেউ জানিনা
চলছি কোথায় কেউ জানিনা
বলছি কথা মন বুঝিনা
ইচ্ছেরা সব থাকে অবহেলায়
ভুলগুলো সব বেহিসেবী খাতায়

ও মন চলো দূরে
দূরে কোথাও হারাই
ও মন চলো বাঁচি
ভালোবাসার ইশারায় – ২ বার

খাম-খেয়ালী মাতাল হাওয়া
স্বপ্ন করছে ঘা
চোখে তোমার পাতি অভিমান
থাক না যেমন গোপন ব্যথা

চোখের পাতায় কত কথা
প্রজাপতি হয়ে উড়ে যায়
ইচ্ছেরা সব থাকে অবহেলায়
ভুলগুলো সব বেহিসেবী খাতায়

ও মন চলো দূরে
দূরে কোথাও হারাই
ও মন চলো বাঁচি
ভালোবাসার ইশারায় – ২ বার

ও মন লিরিক্স – ইমরান মাহমুদুল ও কণা

Cholchi kothay keu janina
Cholchi kothay keu janina
Bolchi kotha mon bujhena
Icchera sob thake obohelay
Vulgulo sob behishebi khatay.

O mon cholo dure
Dure kothau haray
O mon cholo bachi
Valobasar isharay x2

Ki Kori Lyrics Imran Mahmudul | Kona | Taan

Leave a Comment