O Megh O Megh Lyrics (ও মেঘ) Jisan Khan Shuvo

O Megh O Megh Lyrics By Jisan Khan Shuvo

O Megh O Megh Lyrics Is Bengali Song. This Song Is Sung By Jisan Khan Shuvo. Music Composed By Naved Parvez.This Song Lyrics & Tune Created By Jisan Khan Shuvo.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : O Megh O Megh – ও মেঘ ও মেঘ
Vocal, Tune & Lyrics : Jisan Khan Shuvo
Additional tune & Music : Naved Parvez
Flute : Sayon Mangsang
Bass : Tamjid
Director : Saiful Islam Roman
DOP : Bikash Saha
Label : Dhruba Music Station

O Megh O Megh Song Lyrics In Bengali

ও মেঘ, ও মেঘ রে তুই যা না উড়ে
আমার বন্ধু থাকে যে শহরে
ও মেঘ, ও মেঘ রে তুই বলিস বন্ধুরে
আমি আজও ভালোবাসি যে তারে।

মেঘের সাথে মেঘের খেলা
বন্ধু করলো অবহেলা
বন্ধু আমার রইলো কোন দূরে
আমি আজও ভালোবাসি যে তারে
আমি আজও ভালোবাসি যে তারে।

মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে
রংধনু হয়ে আবার হাসে
আমার দুঃখ গুলো আমায় নিয়ে
সে মেঘের ভেলায় চড়ে ভাসে।

বৃষ্টি ঝরে অবেলা,
বন্ধু কোরলো অবহেলা
বন্ধু আমার রইলো কোন দূরে
আমি আজো ভালোবাসি যে তারে
আমি আজো ভালোবাসি যে তারে।

ভাবনায় আদোরে তোকে খুঁজে ফিরে
বড্ডো ভীষণ করে আমার এই মন
আকাশের নিলীমায় অনুভবে খুঁজে যাই
যখন খুঁজে না পাই হারিয়ে
বৃষ্টি শেষে রোদ এলো

আমি আজ এলোমেলো
তুমি আছো বোলো কি করে
আমি আজও ভালোবাসি যে তারে
আজও ভালোবাসি যে তারে।

ও মেঘ লিরিক্স – জিসান খান শুভ

O Megh re tui ja na ure
Amar bondhu thake je shohore
O Megh re tui bolis bondhure
Ami aajo bhalobashi je tare.

Megher sathe megher khela
Bondhu korlo obohela
Bandhu amar roilo kon dure
Ami aajo valobasi je tare
Ami aajo valobasi je tare.

Hoyni Bola Lyrics Zooel Morshed | Jisan Khan Shuvo

Leave a Comment