Neel Shari Lyrics By Habib Wahid And Ferdous Wahid
Neel Shari Lyrics Is Bengali Song. This Song Is Sung By Ferdous Wahid. Music Composed By Habib Wahid. This Song Lyrics Created By Suhrid Sufian.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Neel Shari – নীল শাড়ী
Singer : Ferdous Wahid
Song Composed, Produced & Arranged by : Habib Wahid
Lyrics : Suhrid Sufian
Label : Habib Wahid
Neel Shari Song Lyrics In Bengali
সাজলে তুমি মিষ্টি লাগে খুব
না সাজলেও পরী
বারে বারে মুগ্ধ হয়ে আমি
তোমার প্রেমে পড়ি
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
তোমার চোখে ডুবতে ডুবতে আমি
পাইনা খুঁজে তল
আমার মাঝে সকাল-দুপুর সাঁঝে
তোমারই চলাচল
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
থাকলে তুমি আমার বুকের পাশে
সময় বয়ে যায়
রাখবে ঢেকে আমার ছায়াটাকে
কোন সে অবেলায়
যেদিন নীল শাড়ী
পরবে, তাড়াতাড়ি
চলে এসো বন্ধু আমার কাছে
আলতো ছোঁয়া গায়ে
নূপুর দেবো পায়ে
সাথে কিছু গল্প বলার আছে।
নীল শাড়ী গানের লিরিক্স – হাবিব ওয়াহিদ
sajle tumi misti lage khub
na sajleo pori
bare bare mugdho hoya ami.
tomar preme pore
jedin neel shari
porbe taratare.