Namaj Ke Bolo Na Kaj Ase Lyrics (নামাজকে বলোনা কাজ আছে) Jahidullah

Namaj Ke Bolo Na Kaj Ase Gojol Lyrics By Jahidullah Jami From Ettihad

Namaj ke Bolo Na Kaj Ase Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Jahidullah Jami. This Song Lyric And Tune was Created By Shahidul Islam.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song Name: Namaj ke Bolo Na Kaj Ase – নামাজকে বলোনা কাজ আছে
Lyric & Tune: Shahidul Islam
Singer: Jahidullah Jami
Record Label : Heaven tune studio live
Direction By Shahid Emtu
Label : Ettihad

Namaj ke Bolo Na Kaj Ase Gojol Lyrics In Bengali

নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে (২ বার)

নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে
নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে।

ফজর কাটে ঘুমের ঘোরে
জোহর কাজে কাজে
আসর কাটে খেলায় ধুলায়
মাগরীব মাঝে মাঝে (২ বার)

এশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।

নামাজকে বলোনা কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে (২ বার)

নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরন তোমায় লইবে ঘিরে (২ বার)

জেনে রেখো মরন তোমার
অতি কাছে।

নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে (২ বার)

নামাজকে বলোনা কাজ আছে গজলের লিরিক্স

Namaj ke Boloa Kaj Ase
Kaj Ke Bolo Amar Namaj Ase
Namaj ke Boloa Kaj Ase
Kaj Ke Bolo Amar Namaj Ase.

Namaj Bihin Poropare
Ki Jobab Dibe provur Kache
Namaj ke Bolo Na Kaj Ase
Kaj Ke Bolo Amar Namaj Ase.

Oporup Sristi Tomar Gojol Lyrics Imranul Farhan

Leave a Comment