Nalish 2 Lyrics (নালিশ ২) Keshab Dey

Nalish 2 Lyrics By Keshab Dey

Nalish 2 Lyrics Is Bengali Song. This Song Is Sung By Keshab Dey. Music Composed By Badal Paul.This Song Lyrics Created By Badal Paul.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song: Nalish 2 – নালিশ ২
Singer: Keshab Dey
Music: Badal Paul
Lyrics: Badal Paul
Label: Keshab Dey

Nalish 2 Song Lyrics In Bengali

বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে – ২ বার

তোর স্বভাবগুলো আজও
তোকে ভুলতে দিলো না
মনটাকে আর মনের মানুষ
খুঁজতে দিল না

তবে খুঁজবি আমায় তুই
যদি বুঝতে পারিস আয়
কোন অন্য কারো প্রেমে
যদি দু’চোখ ভিজে যায়

যত স্বপ্ন দিলি তুই
সব ভাঙ্গছে এখন রোজ
আমার যত্নে পোষা আপন মানুষ
হইলোরে নিখোঁজ

বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে

কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে

কষ্ট নিয়ে বাঁচবো আমি
ভালো থাকিস তুই
বলবো না আর ভালোবাসি
চাইবো না কিছুই

দু’চোখ বুজে আবার আমায়
হাসতে যদি হয়
করবো রে রোজ নিজের সাথে
মিথ্যে অভিনয়

বলে দূর আকাশের চাঁদ,
রোজ একলা হলে রাত
তুই বলেছিলি থাকবি সাথে
ছেড়ে যাবি না

যত স্বপ্ন দিলি তুই
সব ভাঙ্গছে এখন রোজ
আমার যত্নে পোষা আপন মানুষ
হইলো রে নিখোঁজ

বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে

কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে

তোর কারনে মরছি আমি
দেখলি না ফিরে
এত ভালোবাসা আবার
কোথায় পাবি রে

জানলে আগে এই পিরিতি
এত রে কাদায়
যে জন যারে ভালোবাসে
সে তারে হারায়

বল কেন রে পাষাণ
তুই দেখলি না ফিরে
আমি মরতে মরতে বেঁচে আছি
চইলা গেলি রে

ছিলি যে দু’চোখে তুই
আজ সেই চোখেতে জল
তুই খুব সহজে কিভাবে যে
বদলে গেলি বল

বল কার কাছে আজ করব নালিশ
বাঁচবো কার সাথে
মন ভাঙ্গা এই গল্প বলে

কাঁদবো কার হাতে
মন ভাঙ্গা এই গল্প বলে
কাঁদবো কার হাতে

নালিশ ২ গানের লিরিক্স

Bol kar kache aj korbo nalish
Bachbo kar sathe
Mon bhanga ei golpo bole
Kadbo kar haate

Tor sbabhabagulo ajo
Toke bhulte dilo na
Montake ar moner manush
Khujte dilo na

Tobe khujbi amay tui
Jodi bujte parish ay
Kon anyo karo preme
Jodi ducokh bhije jay

Joto shopno dili tui
Sob bhangche ekhon roj
Amar jotne posa apon manush
hoilo re nikhoj

Phire Ase Kobigaan Lyrics (ফিরে আসে কবিগান) Jayati Chakraborty

Leave a Comment