Moner Shohor Likhe Debo Lyrics by Asif and Mousumi
Moner Shohor Likhe Debo Lyrics Is Bangla Song. Cast – Mousumi Akhi & Shupto. This Song Is Sung By Asif Akbar & Mousumi Akhi. Music Composed by Ethun Babu. This Song Lyric & Tune was Created By Ethun Babu.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Moner Shohor Likhe Debo – মনের শহর লিখে দেব
Singer : Asif Akbar & Mousumi Akhi
Lyric & Tune : Ethun Babu
Music : Ethun Babu
Label : Tulip Sound
Moner Shohor Likhe Debo Song Lyrics In Bengali
ভালোবেসে কাছে কাছে
থাকতে হয়..
একটু দূরে থাকলে তুমি
লাগে ভয়.. (২ বার)
তোমার ছায়ার সঙ্গী হবো
মনের শহর টা লিখে দেবো
একটু আলো একটু ছায়া
হে হে একটু আলো একটু ছায়া
ভাগ করে দুজনে নেবো
চেনা চোখটা বারবার বলে আমায়
তুমি হাত বাড়ালে থামবে বুঝি ঝড়
আমার ছোট্ট স্বপ্নগুলো তোমার
তৈরি করেছে গল্পের ছোট্ট ঘর (২ বার)
তোমার ছায়ার সঙ্গী হবো
মনের শহর টা লিখে দেবো
একটু আলো একটু ছায়া
হে হে একটু আলো একটু ছায়া
ভাগ করে দুজনে নেবো
মনের পাড়ায় তুমি আছো সারাক্ষণ
না দেখলে তোমায় কেঁদে ওঠে এই মন
তোমায় ছেড়ে পারব না দূরে যেতে
তুমি ডাকবে যখন আসবো ছুটে তখন (২ বার)
তোমার ছায়ার সঙ্গী হবো
মনের শহর টা লিখে দেবো
একটু আলো একটু ছায়া
হে হে একটু আলো একটু ছায়া
ভাগ করে দুজনে নেবো
ভালোবেসে কাছে কাছে
থাকতে হয়..
একটু দূরে থাকলে তুমি
লাগে ভয়..
তোমার ছায়ার সঙ্গী হবো
মনের শহর টা লিখে দেবো
তোমার ছায়ার সঙ্গী হবো
মনের শহর টা লিখে দেবো
একটু আলো একটু ছায়া
হে হে একটু আলো একটু ছায়া
ভাগ করে দুজনে নেবো
ভালোবেসে কাছে কাছে
থাকতে হয়..
একটু দূরে থাকলে তুমি
লাগে ভয়
মনের শহর লিখে দেব লিরিক্স
Valobese kache kache
Thakte hoy..
Ektu dure thakle tumi
Lage voy..
Tomar chayar songi hobo
Moner shohor ta likhe debo
Ektu alo ektu chaya
Vag kore dujone nebo
Chena chokhta barbar bole amay
Tumi hat barale thambe bujhi jhor
Amar chotto swopno gulo tomar
Toiri koreche golper chotto ghor