Moner Rani Lyrics (মনের রানী) F A Sumon & Samz Vai

Moner Rani Lyrics By F A Sumon And Samz Vai

Moner Rani Lyrics Is Bengali Song. This Song Is Sung By F A Sumon And Samz Vai. Music Composed By F A Sumon.This Song Lyrics And Rap Lyrics Created By Ibrahim Khalil Ibu And Samz Vai.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Moner Rani – মনের রানী
Singer : F A Sumon And Samz Vai
Lyrics : Ibrahim Khalil Ibu
Rap Lyrics: Samz Vai
Music : F A Sumon

Moner Rani Song Lyrics In Bengali

মন নিয়ে তুমি করো খেলা
ভালোবেসে যায় সয়ে জ্বালা
তুমি তুমি করে কাঁটে বেলা
প্রেম চেয়ে পাই অবহেলা

ও মনের রানী, তুমি স্বপ্নচারিনী
তুমি নিয়েছো কেড়ে এ মন
ও মনের রানী, তুমি স্বপ্নচারিনী
তোমারই ভাবনায় সারাক্ষণ

মন নিয়ে তুমি করো খেলা
ভালোবেসে যায় সয়ে জ্বালা
তুমি তুমি করে কাঁটে বেলা
প্রেম চেয়ে পাই অবহেলা

Rap:
আমার একটাই মন
তুমি কেন খাঁচায় বানধো
তোমারে বিশ্বাস করলাম হইয়া আমি অন্ধ
চাপ নাই বইলা এখন কোন মাপ নাই
ভালোবাসি বইলা সব অনুতাপ পাই
মন নিয়ে খেলা, তোমার কোন জুড়ি নাই
ব্যথা আমি পাই তাই শুধু চিল্লাই
তুমিতো চাউনি আমি ভালো থাকতে
পারোনি কখনও ভালোবেসে রাখতে
নিজেকে মনে করো খেলনার পাত্র
ওস্তাদ সাইজো না আমি নয় ছাত্র
প্রেম ভালোবাসা নয় কোন যুদ্ধ
টান কমবে না হোক না সে বৃদ্ধ
প্রেম মানে নয় শুধু বসে আলাপন
সব বাঁধা ফেলে মিসে থাকে দুটি মন
তুমি যেদিন এই কথাগুলো বুঝবে
অনুতাপে চোখের জল ফেলে মুজবে

চোখ জ্বেলে দূর অজানায়
খুজেছি তোমাকে মন জানালায়
চোখ জ্বেলে দূর অজানায়
খুজেছি তোমাকে মন জানালায়

স্বপ্ন দেখে তোমাই অচেনা মায়ায়
ভালোলাগা ছুয়েছে নয়ন
ও মনের রানী, তুমি স্বপ্নচারিনী
তুমি নিয়েছো কেড়ে এ মন

মন নিয়ে তুমি করো খেলা
ভালোবেসে যায় সয়ে জ্বালা
তুমি তুমি করে কাঁটে বেলা
প্রেম চেয়ে পাই অবহেলা

Rap:
তুমি আমি মিলেও
আমরা ভিন্ন কারণ
চেহারা নয় কোন সুন্দর চিহ্ন
একটা মন নিয়ে এত কেন কানামাছি
মধু, থাকলেও আমি নয় মৌমাছি
একদিক দিয়ে কোন ভালোবাসা হয় না
ভালোবাসে যে তার চোখ দূরে যাই না
বুঝিয়ে বুঝিয়ে কোনদিন প্রেম হয় না
এই ভাবে আর কত ভেতরটা সয় না

ফিরেনি ঘুম রাতের বিছানায়
মন ভিজেছে পূর্নিমা জোসনায়
ফিরেনি ঘুম রাতের বিছানায়
মন ভিজেছে পূর্নিমা জোসনায়

তোমার শিহরন, ঘোলাটে নয়ন
প্রতিচ্ছবি একে দেয়
ও মনের রাণী, তুমি স্বপ্নচারিনী
তোমারই ভাবনায় সারাক্ষণ

মন নিয়ে তুমি করো খেলা
ভালোবেসে যায় সয়ে জ্বালা
তুমি তুমি করে কাঁটে বেলা
প্রেম চেয়ে পাই অবহেলা

ও মনের রানী, তুমি স্বপ্নচারিনী
তুমি নিয়েছো কেড়ে এ মন
ও মনের রানী, তুমি স্বপ্নচারিনী
তোমারই ভাবনায় সারাক্ষণ

মন নিয়ে তুমি করো খেলা
ভালোবেসে যায় সয়ে জ্বালা
তুমি তুমি করে কাঁটে বেলা
প্রেম চেয়ে পাই অবহেলা

মনের রানী গানের লিরিক্স

Mon niye tumi koro khela
Bhalobese jai soye jala
Tumi tumi karo kate bela
Prem ceye pai abohela
O moner rani tumi shopnocarini
Tumi niyeso kere emon
O moner rani tumi shopnocarini
Tomare bhabnay sarakhon.

Devdas Lyrics (দেবদাস) Samz Vai | Amit Kar

Leave a Comment