Moner Bahon Tui Lyrics By Moumita Barua
Moner Bahon Tui Lyrics Is Bengali Song. This Song Is Sung By Moumita Barua. Music Composed By Suman Kalyan. This Song Lyrics Created By Prosenjit Ojha And Suman Kalyan.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Moner Bahon Tui – মনের বাহন তুই
Singer :Moumita Barua
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Suman Kalyan
Label : Protune
Moner Bahon Tui Song Lyrics In Bengali
আত্মার বাহন দেহ যেমন
মনের বাহন তুই
তোরে ছাড়া কেমন করে
চন্দ্র সূর্য ছুঁই – ২বার
তুই আর আমি একরে বন্ধু
কেমনে ভাবি দুই।
একটু তোরে না দেখিলে
ভূবণ অন্ধকার
আমার মাঝে আমার আমি
থাকিনা যে আর – ২বার
তোর স্বপনে মনের বনে
ফোটে গোলাপ জুই।
দুইটি দেহে একটি পরান
দিতেন যদি বিধি
দিবানিশি আমার এ প্রেম
তোরে কি আর সাধি – ২বার
বুঝতিরে তুই আমার জ্বালা
আমি হলে তুই।
মনের বাহন তুই লিরিক্স – মৌমিতা বড়ুয়া
attar bahon deho jemon
moner bahon tui
tore chara kamon kore
chandro surjo chui.
tui ar ami akre bandhu
kamne vabi dui.