Mondo Lyrics (মন্দ) Odd Signature | Moontasir Rakib

Mondo Lyrics By Odd Signature And Moontasir Rakib

Mondo Lyrics Is Bengali Song. This Song Is Sung By Moontasir Rakib. Music Composed By Odd Signature. This Song Lyrics And Tune Created By Moontasir Rakib.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song Name : Mondo – মন্দ
Vocal, Lyrics and Tune : Moontasir Rakib
Composition : Odd Signature
Label : Odd Signature

Mondo Song Lyrics In Bengali

একদল অমানুষ
তারই মাঝে আমি
যার স্বপ্ন পুড়ে ছাই
করি বেঁচে থাকার অভিনয়।

যার মৃত্যুর ডাক কাছে
সময়ের অপেক্ষায়
আজ পাপের চাদর গায়ে
করি ভালো সাজার অভিনয়।

মন্দ এক সময়
তাই মন্দ হতে হয়
অন্ধের আলো কেড়ে
স্বপ্ন দেখতে হয়।

আর নেই স্বাদ মনে
আর নেই স্বাদ মনে
নিঃশ্বাস তুলিবার
নিঃশ্বাস তুলিবার
মন্দ হয়ে শেষে
মরতে হবে আমায়।

ঘন অন্ধকার
মস্তিষ্কের হাহাকার
জগৎ গোটা পাশে
দাঁত খিলিয়ে হাসে।

মন্দের পরাজয়
মৃত্যুর অভিনয়
সব কিছু আজ মিলে
শহর জয়-উৎসবময়।

মন্দ এক সময়
তাই মন্দ হতে হয়
অন্ধের আলো কেড়ে
স্বপ্ন দেখতে হয়।

আর নেই স্বাদ মনে
আর নেই স্বাদ মনে
নিঃশ্বাস তুলিবার
নিঃশ্বাস তুলিবার
মন্দ হয়ে শেষে
মরতে হবে আমায়।

মন্দ গানের লিরিক্স – মুনতাসির রাকিব – অড সিগনেচার ব্যান্ড

Ekdol amanush tari majhe ami
Jar shopno pure chaai
Kori benche thakar obhinoy.

Jar mrittyur daak kache
Somoyer opekkhay
Aaj paper chador gaaye
Kori bhalo sajar obhinoy.

Mondo ek somoy
tai mondo hote hoy
Ondher aalo kere
shopno dekhte hoy.

Aar nei swad mone
Nishwash tulibar
Mondo hoye sheshe
morte hobe amay.

Ghono ondhokar
mostisker hahakar
Jogot gota pashe
Daat khiliye hase.

Monder porajoy
mrittyur obhinoy
Sob kichu aaj mile
Shohor joy-utsavmoy.

Mondo ek somoy tai
mondo hote hoy
Ondher aalo kere
shopno dekhte hoy.

Durpallar Gari Lyrics Moontasir Rakib

Leave a Comment