Mon Dilam Pran Dilam Lyrics by Kumar Bishwajit And Runa Laila
Mon Dilam Pran Dilam Lyrics Is Bengali Song. This Song Is Sung By Kumar Bishwajit And Runa Laila. Music Composed By Shouquat Ali Imon.This Song Lyrics Created By Kabir Bakul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Mon Dilam Pran Dilam – মন দিলাম প্রান দিলাম
Singer: Kumar Bishwajit And Runa Laila
Lyrics: Kabir Bakul
Music: Shouquat Ali Imon
Label: Eagle Music
Mon Dilam Pran Dilam Song Lyrics In Bengali
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
ও আমার কাজল পাখি
ও আমার পরান পাখি
ও আমার কাজল
পাখি পরান পাখি
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
ও আমার সুজন মাঝি
ও আমার ঘাটের মাঝি
ও আমার সুজন
মাঝি ঘাটের মাঝি
দুনিয়া বলে, পাগল হয়েছি
আমি যে বলি,
তোমার প্রেমে পড়েছি
তোমাকে আমি,
কথা দিয়েছি
তোমারি নামের
মালা গলাই পড়েছি
ইশারাতে দিবানিশি
করো ডাকা ডাকি
ইশারাতে দিবানিশি
করো ডাকা ডাকি
ও আমার কাজল পাখি
ও আমার পরান পাখি
ও আমার কাজল
পাখি পরান পাখি
লাজেরও আচল,
কেড়ে নিওনা
যাবো যে মরে,
হাতের ছোয়া দিওনা
ভ্রমরা আমি, সে কি জানো না
ফুলেরও মধু, নিলে
কি দোষ বলনা
ভয়ে ভয়ে তাইতো
আমি দূরে সরে থাকি
ভয়ে ভয়ে তাইতো আমি
দূরে সরে থাকি
ও আমার সুজন মাঝি
ও আমার ঘাটের মাঝি
ও আমার সুজন
মাঝি ঘাটের মাঝি
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
মন দিলাম প্রান দিলাম
আর কি আছে বাকি
ও আমার সুজন মাঝি
ও আমার ঘাটের মাঝি
ও আমার সুজন মাঝি
ও আমার ঘাটের মাঝি
ও আমার কাজল পাখি
ও আমার সুজন মাঝি
ও আমার পরান পাখি
ও আমার ঘাটের মাঝি
মন দিলাম প্রান দিলাম গানের লিরিক্স
mon dilam pran dilam
are ki ashe baki
mon dilam pran dilam
are ki ashe baki
o amar kajol pakhe
o amar poran pakhe
o amar kajol pakhe
o amar poran pakhe
o amar sujan majhi
o amar ghater majhi
o amar sujan
majhi ghater majhi
ami je bole
tomar premy porechi
tomake ami
kotha diyechi