Mittha Premer Ovinoy Lyrics By Gogon Sakib
Mittha Premer Ovinoy Lyrics Is Bengali Song. This Song Is Sung By Gogon Sakib. Music Composed By Jami Ul Hasan. This Song Lyrics And Tune Created By Gogon Sakib And K Nayem.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Mittha Premer Ovinoy – মিথ্যা প্রেমের অভিনয়
Singer : Gogon Sakib
Lyrics : Gogon Sakib And K Nayem
Tune : Gogon Sakib
Music & Mix Master : Jami Ul Hasan
Label : Samsul Official
Mittha Premer Ovinoy Song Lyrics In Bengali
আমার আমার করি যারে
সেতো আমার না
তার মতো ছলনাময়ীর
হয়না তুলনা – ২ বার
আমায় ছাইড়া করছে রে সে
অন্য লোকের ঘর
মেঘলা আকাশ হইলো আমার
উঠলো দুঃখের ঝড়
ভাবলি না ভাবলিনারে তুই
কি হবে আমার
মিথ্যে প্রেমের অভিনয়টা
ছিলো চমৎকার – ২ বার
খুব শীঘ্রই পাবি পাবি
আগর বাতির ঘ্রাণ
চোখ বুজানো মরা মুখে
কাঁদবে কি তোর প্রাণ
কেউ দেখেনা কেউ বুঝেনা
বুকে ব্যথার ঢেউ
দিল দিয়াছি যারে আমি
ছাইড়া গেছে সেও – ২ বার
ভাগ্য রেখা বদলে গেছে
তোরে না পাইয়া
আমার শহর করলিরে ত্যাগ
মায়া বাড়াইয়া
ভাবলি না ভাবলিনারে তুই
কি হবে আমার
মিথ্যে প্রেমের অভিনয়টা
ছিলো চমৎকার – ২ বার
খুব শীঘ্রই পাবি পাবি
আগর বাতির ঘ্রাণ
চোখ বুজানো মরা মুখে
কাঁদবে কি তোর প্রাণ
মিথ্যা প্রেমের অভিনয় গানের লিরিক্স
Amar amar kori jare
Seto amar na
Tar moto chalonamoyer
Hoyna tulona.
Amay chaira korche re se
Anyo loker ghor
Meghla akash hailo amar
Uthlo dukher jhor.
Bhabli na bhablinare tui
Ki hobe amar
Mittha premer ovinoyta
Chilo comokker.
Khub sighory pabi pabi
Agor batir ghran
Cokh bujano mora mukhe
Kadbe ki tor pran.
Keo dekhena keu bujhena
Buke bethar dheo
Dil diyachi jare ami
Chaira geche seo.