Mayar Bhuban Lyrics by Akash Mahmud
Mayar Bhuban Lyrics Is Bangla Song. Cast: Zovan, Toya. This Song Is Sung By Akash Mahmud & Bithy Chowdhury. Music Composed by Akash Mahmud. This Song Lyric was Created By Mahmud Murad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Mayar Bhuban
Lyric: Mahmud Murad
Tune: Akash Mahmud
Singer: Akash Mahmud & Bithy Chowdhury
Music Composition: Akash Mahmud
Cinematography: Ashique Mahmud
Label: Kangal Music
Mayar Bhuban Song Lyrics In Bengali
একা একা যায়না বাঁচা
সাধের জীবনে (২ বার)
ও বন্ধু সাধের জীবনে
সুখের স্বর্গ গৌরবো দুজন
মায়ার ভুবনে
ও সখী মায়ার ভুবনে
জীবন তৌরী ভাসবে জলে
তোমাতে-আমাতে মিলে
প্রেমেরি টানে
সাধের জীবনে..
ও বন্ধু সাধের জীবনে
যেই মন এসে, মন উতলায়
মানটা তারে ছুতে চাই
এ বুকেতে বাসা বাঁধে
এক সুখেরি অভিপ্রায় (২ বার)
হাজার বছর যাইগো জনম
তোমার কারনে (২ বার)
ও সখি তোমার কারনে
পূর্ণিমাতে আসে জোয়ার
চান্দেরি প্রেমের টানে
দিবানিশি চলছি ছুটে
তেমনি তোমারি পানে (২ বার)
হাত বাড়িয়ে ধরো এ হাত
রেখো যতনে (২ বার)
ও সখী মায়ার ভুবনে
জীবন তৌরী ভাসবে জলে
তোমাতে-আমাতে মিলে
প্রেমেরি টানে
সাধের জীবনে..
ও বন্ধু সাধের জীবনে
মায়ার ভুবন লিরিক্স
Eka eka jayna bacha
Sadher jibone
O Bondhu sadher jibone
Sukher sorgo gorbo dujon
Mayar vubone
O sokhi mayar vubone
Jibon touri vasbe jole
Tomate-amate mile
Premeri tane
Sadher jibone