Matir Deho Matir Khabe Gojol Lyrics By Abu Ubayda
Matir Deho Matir Khabe Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abu Ubayda. Music Composed By Abu Ubayda. This Song Lyric And Tune was Created By Abu Ubayda.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Matir Deho – মাটির দেহ
Singer: Abu Ubayda
Lyric, Tune & Music Producer: Abu Ubayda
Direction & Script: Mashiur Rahman Kayes
Cast: Abu Jabid Bhuiyan Sohel, shah Shanto,
Piash Mia, Abu Yusuf
Label: Abu Ubayda
Matir Deho Matir Khabe Gojol Lyrics In Bengali
মাটিরে দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে
এই রূপ লাবণ্য
ধন ও দৌলত – ২বার
কি লাভ হবে তা দিয়ে – ঐ
মা বাবা ভাই বোন কি আত্মীয় -স্বজন
দেখো তোমার পূর্বের আছে কজন
তাদের ছিলো শক্তি বা বাহাদুরী
কোথায় গেলো সে সকল আয়োজন
এমনি করে
চলে যাবে – ২বার
রবে না কেহ ডানে বায়ে
নাফরমানির সব ক’টা দরজাতে
কড়া নেড়েছো মোন চাহি অজুহাতে
মন্দকাজে সবার আগে ছিলে তুমি
খোদার ডর ভয় ছিলো না তোমার দিলে
এমন জীবন
হইলে মরণ
পুড়বে কব রে গিয়ে
মাটির দেহ মাটি খাবে গজলের লিরিক্স – আবু উবায়দা
matire deho matir khabe
kisher borai ta niye
ai rup labonno
dhon o doulat
ki lav hobe ta niye.
ma baba vhai bon ki atteyo sojon
dekho tomar purber ashi kjon
tader shelo sokti ba bahadure.