Manush Ke Valobasho Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Manush Ke Valobasho Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. This Song Lyric And Tune was Created By K. M. Monir Husain And Sayed Ahmad Kalarab.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Manush Ke Valobasho – মানুষকে ভালোবাসো
Singer & Tune: Sayed Ahmad Kalarab
Lyric: K. M. Monir Husain
Record: Abir Hasan
Mix master: Khizir Hayat
Edit & Color: Muzahidul Islam
Gfx: Omor Abdullah
Manush Ke Valobasho Gojol Lyrics In Bengali
আল্লাহর ভালোবাসা পেতে হলে
মানুষকে ভালোবাসো প্রানটা খুলে
অবহেলা করোনা কাউকে যেন
ধনী গরীব অসম করোনা ভুলে
পাশের বাড়ি তুমি খোঁজ নিয়ে নাও
উদরে পড়েছে কিনা দানা পানিটাও
অথচ তুমি রাজা পেট পুড়ে খাও
দুখীর দু:খ দেখে দিবস কাটাও
এত নয় মানুষের ভালোবাসা
পাষন্ড ভাব কেন তোমার মূলে
খোলা আকাশের নিচে এই জমিনে
তোমারই সজন দেখ রয়েছে ঘুমে
হিমেল হাওয়ার শীত কিযে কনকনে
অনাবৃত অভাবীদের আছে কি মনে
ভালোবাসা দিয়ে কাছে টেনে নিও
সোহাগ মমতা দিও বুকে তুলে
মানুষকে ভালোবাসো গজলের লিরিক্স – সাঈদ আহমাদ কলরব
allahr valobasha pete hole
manush ke valobasho pranta khule
abohela korona kauke jeno
dhoni gorib asomo korona vule.
pasher bari tumi khaoj niye nao
udore poreche kina dana panitao
athosho tumi raja pet pure khao.