Manush Eto Pashan Lyrics By Samz Vai
Manush Eto Pashan Lyrics Is Bangla Song. This Song Is Sung By Samz Vai. Music Composed by Samz Vai. This Song Lyric And Tune was Created By Samz Vai.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Manush Eto Pashan – মানুষ এতো পাষাণ
Singer : Samz Vai
Lyrics, Tune & Composition : Samz Vai
Label : Sangeeta
Manush Eto Pashan Song Lyrics In Bengali
কেন গেলে এত দূরে
করে একাকী
পাবো কি ফিরে আবার
তোমার দেখাকি
তুমি ছাড়া আজ আমার
নিঃস্ব এই জীবন
ভালোবেসে গড়ে ছিলাম
সুখের এ ভূবন
এ মন যে মানেনা
তোর চোখ ছলনা
দিয়া গেলা প্রানে ব্যাথা
আর সইতে পারিনা
তোমার মনে
কিসের এত ভয়
আমি জানিনা
আমার ভেতর
জ্বলে পুড়ে ক্ষয়
তোমার সাথে
আমার যাবে না
বলে কান্দাইলা
মানুষ বুঝি এত
পাষাণ হয়
আমার সুখের দিনগুলো
কেড়ে নিলে কেন
তুমি থাকতে না
এই অবেলাতে
ভালো কইরাই জানো
তুমি মায়া লাগাও,
মায়া বাড়াও
মায়া কেমনে কাটাও
আমি যদি মানুষ হই তুমি
কি আমারে বুঝাও
তোমার মনে
কিসের এত ভয়
আমি জানিনা
আমার ভেতর
জ্বলে পুড়ে ক্ষয়
তোমার সাথে
আমার যাবে না
বলে কান্দাইলা
মানুষ বুঝি
এত পাষাণ হয়
কে আছে এমন
আমার মত
হাসাবে তোমায়
আমি এখনো চায়
তোমার চোখে জল
যেন না গরায়
আমার যা গেছে তা
আসবেনা আর
ভালো করে জানি
তোমার ভেতরটা কি
হয়নি এখনো
নরম একটু খানি
তোমার মনে
কিসের এত ভয়
আমি জানিনা
আমার ভেতর জ্ব
লে পুড়ে ক্ষয়
তোমার সাথে
আমার যাবে না
বলে কান্দাইলা
মানুষ বুঝি এত
পাষাণ হয় – ২ বার
মানুষ এতো পাষাণ লিরিক্স – সামজ ভাই
Keno gele ato dure
Kore ekaki
Pabo ki fire abar
Tomar dekhaki.
Tumi chara aj amar
Nisso ei jibon
Valobeshe gore chilam
Sukher a vubon.
A mon je manena
Tor chokh cholona
Diya gela prane betha
Ar soite pari na.
Tomar mone
kiser ato voy
Ami jani na
Amar vetor
jole pure khoy.
Tomar sathe
amar jabe na
Bole kandaila
Manus bujhi ato
pashan hoy.