Maa Gojol Lyrics (মা) Shahjada | Tune Hut

Maa Gojol Lyrics By Shahjada From Tune Hut

Maa Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Shahjada. This Song Lyric And Tune was Created By Mohammad Saiem Al Hasan.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Info
Song : Maa – মা
Singer : Shahjada
Lyric : Mohammad Saiem Al Hasan
Tune : Mohammad Saiem Al Hasan
Sound Design : Samiul Islam
Edit & color : MOSTAK FARAZI
Audio & Video : Tune Hut Studio
Production : Tune Hut

Maa Gojol Lyrics In Bengali

মা মা
তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর
ভাবলে আসে চোখে জল

কি করে তোকে ছাড়া
থাকবো আমি
বল না মা-ই তুই বল

মা বল না মা-ই তুই বল
তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর
ভাবলে আসে চোখে জল

কি করে তোকে ছাড়া
থাকবো আমি
বল না মা-ই তুই বল

মা বল না মা-ই তুই বল
তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর

কে দেবে আদর সোহাগ
কে পাড়াবে ঘুম
চাঁদ মামার গান শোনাবে
কে দেবে কপালে চুমু

তোকে ছাড়া জীবন আমার
তোকে ছাড়া জীবন আমার
হবে অন্ধকার

তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর
ভাবলে আসে চোখে জল

কি করে তোকে ছাড়া
থাকবো আমি
বল না মা-ই তুই বল

মা বল না মা-ই তুই বল
তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর

অসুখ হলে পাশে
থাকতে বসে সারাক্ষণ
সুস্থ করে দাও ওগো প্রভু
আমার বুকের রতন

জায়মাজে বসে নিমতি প্রভুর কাছে
জায়মাজে বসে নিমতি প্রভুর কাছে
করতে বারে বার

তোর ঐ চাঁদ মুখ দেখবো না আর
ভাবলে আসে চোখে জল

কি করে তোকে ছাড়া
থাকবো আমি
বল না মা-ই তুই বল

মা বল না মা-ই তুই বল
মা বল না মা-ই তুই বল

মা গজলের লিরিক্স

maa maa
tor oi chad mukh dekhbo na r
vable ashe choke jool.

ki kore toke chara
thakbo ami
bol na maai tui bol.

Dajjal Rukho Gojol Lyrics Sayed Ahmad | Kalarab

Leave a Comment