Kotha Acho Priyo Lyrics By Habib Wahid And Moutushi Khan
Kotha Acho Priyo Lyrics Is Bengali Song. This Song Is Sung By Habib Wahid And Moutushi Khan. Music Composed By Habib Wahid. This Song Lyrics Created By Amita Karmoker.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Kotha Acho Priyo – কোথা আছো প্রিয়
Artist : Habib Wahid And Moutushi Khan
Song Composed, Produced & Arranged by : Habib Wahid
Lyrics : Amita Karmoker
Label : Habib Wahid
Kotha Acho Priyo Song Lyrics In Bengali
তেমাকে ভেবে মন
উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও
কেনো যে বুঝো না
ও হারিয়ে আজ তাই
হৃদয়ের ঠিকানা
খুজে যাই বারে বার
কেনো তা জানি না
জানি না গো কোথায়
আছো প্রিয় তুমি ও
খুজে যাই তোমাকেই
দূর বহু দূর
ভেসে যাই মেঘ হয়ে
বারো কুল
আমি ও তো মায়া হয়ে
আরও কাছে তাই
ছায়া হয়ে তোমাকেই
যেনো মিশে যাই
চোখে চোখ রেখেও
বার হারাই
তেমাকে ভেবে মন
উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও
কেনো যে বুঝো না
তুমিতো জানো না
তুমিতো জানো না
কতো ভালোবাসে হৃদয়ে
ভালোবাসে হয়তো
তিলে তিলে ক্ষয়
তোমারই সাথে এই
মন হারাতে যেনো আমি
ছুটে ছুটে যায়
দিধাহীন প্রতিদিন
এই মন প্রতিক্ষণ
ভাবনায় যেনো হায়
তুমি ছাড়া কিছু আর বুঝেনা
দুটি চোখে চুপিসারে
তোমাকেই রাখি তাই
কিছু যেন সে আর খোজে না
মনে মনে কাছে এসে
আজ তাই এক হয়ে
কাছে থাকি সারাক্ষণ দুজনায়
আমি যেন বারে বারে
কাছে এসে তাই গোপনে
তোমাকে ছুয়ে ছুয়ে যাই
জানি না গো কোথায়
আছো প্রিয় তুমিও
খুজে যাই তোমাকেই
দূর বহু দূর
ভেসে যাই মেঘ হয়ে
বারো কূল
আমিও তো মায়া হয়ে
আরও কাছে তাই
ছায়া হয়ে তোমাকেই
যেনো মিশে যাই
চোখে চোখ রেখেও
বার হারাই
তোমাকে ভেবে মন
উদাসী সারাক্ষণ
সে কথা বুঝেও
কেনো যে বোঝো না।
কোথা আছো প্রিয় গানের লিরিক্স – হাবিব ওয়াহিদ
tomake vhebe mon
udashe sarakhon
se khoth bujeo
kano je bujo na.
o hariya aj tai
hridoyer thekanai
khuje jai bare bar
kano ta jani na.
jani nago khothai
acho priyo tumi o
khuje jai tomakei
dur bohu dur.