Korbo Na Prem 2 Lyrics By S A Apon
Korbo Na Prem 2 Lyrics Is Bengali Song. This Song Is Sung By S A Apon. Music Composed By Real Ashique. This Song Lyrics And Tune Created By AlexAbdus Salam And S A Apon.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Korbo Na Prem 2 – করবো না প্রেম ২
Singer: S A Apon
Lyrics : AlexAbdus Salam
Tune : S A Apon
Music : Real Ashique
Programing, Mixed & Master: Real Ashique
Label : Antor Multimedia
Korbo Na Prem 2 Song Lyrics In Bengali
করবো না এই পিরিতি
করবো না প্রেম আর
করবো না এই পিরিতি
করবো না প্রেম আর
সর্বনাশা পিরিতে
করলো কি আমার (২ বার)
বুকের ভিতর কষ্ট জইমা
হয়ছেরে পাহাড়
বুকের ভিতর কষ্ট জইমা,
হয়ছেরে পাহাড়
এই পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
নয়নেরই নয়ন রে তুই
কলিজার আধখান
কেমন কইরা ভুইলা গেলি
সয়না এ পরাণ (২ বার)
তোর আগুনে দিবানীশি
বুকটা পুড়ে ছাই
তোর আগুনে দিবানীশি
বুকটা পুড়ে ছাই
এই পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
এক আঁকাশ দুঃখ বুকে
বলার মানুষ নাই
বুক ভাঙ্গা এই কান্না চোখে
অঝোড়ে ঝোড়ায় (২ বার)
বীনা দোষে কইরা দোষি
মরলি ছুরির ঘাই
বীনা দোষে কইরা দোষি
মরলি ছুরির ঘাই
এই পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
করবো না এই পিরিতি
করবো না প্রেম আর
সর্বনাশা পিরিতে
করলো কি আমার
বুকের ভিতর কষ্ট জইমা
হয়ছেরে পাহাড়
বুকের ভিতর কষ্ট জইমা,
হয়ছেরে পাহাড়
এই পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
পরাণ জইলা যাই
কি করলি রে আমায়
করবো না প্রেম ২ গানের লিরিক্স
Korbo na ei priti
Korbo na prem ar
Sorbonasa ei pirite
Korli ki amar.
Buker vitor kosto joima
Hoycere pahar
Poran joila jai
Ki korlire amay.
Buker vitor kosto joima
Hoychere pahar
Ei poran joila jai
Ki korli re amay.