Kolijay Muhammad Gojol Lyrics By Kalarab Shilpigosthi
Kolijay Muhammad Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Kalarab Shilpigosthi. This Song Lyric And Tune was Created By HolyTune.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Kolijay Muhammad – কলিজায় মুহাম্মদ
Singer: Kalarab Shilpigosthi
Lyrics: HolyTune
Lebel: HolyTune Studio
Kolijay Muhammad Gojol Lyrics In Bengali
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
সেথায় তোরা কেউ দিসনা আঘাত
সহ্য করার যে ক্ষমতা যে নাই
প্রাণের চেয়ে রাসুল আপন
তার তরে পরি কাফন।
প্রাণের চেয়ে রাসুল আপন
তার তরে পরি কাফন
রাসুলের চেয়ে দামী হয়না
কিছু এই দুনিয়ায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
যে নবীর আগমনের সংবাদে
কেঁপেছে জাহেলি সমাজ
হেদায়েত পেয়েছে লাখো গাফেল
পরেছে ঈমানের তাজ ।
যে নবীর আগমনের সংবাদে
কেঁপেছে জাহেলি সমাজ
হেদায়েত পেয়েছে লাখো গাফেল
পরেছে ঈমানের তাজ ।
ও নামে কি করে দিস অপবাদ
স্বার্থ বিহীন যে ছিল ধরায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায় ।
ওরে জাহিল তুই দেখ ইতিহাস
দেখ কুরআনের বাণী
মানবতার প্রেমে কে ছিল হায়
তার মত অগ্র ধনী ।
ওরে জাহিল তুই দেখ ইতিহাস
দেখ কুরআনের বাণী
মানবতার প্রেমে কে ছিল হায়
তার মত অগ্র ধনী ।
সিরাতের পাঠে তুলো সিক্ত হবি
পড়ে যাবি রাসুলের মায়ায় ।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায় ।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায় ।
কলিজায় মুহাম্মদ গজলের লিরিক্স – কলরব
Modinar ful fute ache
Koti muminer kolijay
Modinar ful fute ache
Koti muminer kolijay.
Sethay tora kew disna adhat
Sojjo korar je khomota je nai.
Praner cheye rasul apon
Tar tore pori kafon
Praner cheye rasul apon
Tar tore pori kafon.
Rasuler cheye dami hoy na
Kichu ei duniyay.
Modinar ful fute ache
Koti muminer kolijay
Modinar ful fute ache
Koti muminer kolijay.