Kobita Likhi Gojol Lyrics By Sayed Ahmad From Kalarab
Kobita Likhi Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Sayed Ahmad. This Song Lyric And Tune was Created By Kawsar Ahmod Sohail.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Title : Kobita Likhi – কবিতা লিখি
Lyric & Tune : Kawsar Ahmod Sohail
Singer : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Video : Muzahid
Label : Holy Tune Studio
Kobita Likhi Gojol Lyrics In Bengali
গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান
তুমি পৃথিবীর পালনকারী
তুমি প্রভু বিশ্বজামী
আমি তোমাকে খুজি আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দুর আকাশের তারায় তারায়
আখি দুটি মোর যায় হারিয়ে
রিদয় ছড়ায় তার অনুভূতি
এই পৃথিবীর বিশালতায়
ঐ পাহাড়ের ঝর্ণা ধারায়
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে
রিদয়ে তোমার ছবি আকি
কবিতা লিখি গজলের লিরিক্স – সাঈদ আহমাদ কলরব
gorecho tumi ai perithibi jahan
tumi ashim tumi mohan
tumi perithibir palonkare
tumi provu bissw jami.
ami tomake khuji
ami tomake dekhe
ami tomar premer
kobita likhi.