Keno Eto Cholona Lyrics By Riad Ahsan
Keno Eto Cholona Lyrics Is Bengali Song. This Song Is Sung By Riad Ahsan. Music Composed By Anim Khan. This Song Lyrics And Tune Created By Riad Ahsan And Masud Rana.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Keno Eto Cholona – কেন এতো ছলনা
Singer : Riad Ahsan
Lyrics : Riad Ahsan And Masud Rana
Tune : Riad Ahsan
Music & Mix Master : Anim Khan
Label : Samsul Official
Keno Eto Cholona Song Lyrics In Bengali
তুই কোন সে মায়ায়
ছারলি আমায় ধরলি অন্য হাত
আজ কষ্টের প্রহণ
কান্নার শহর কাটছে প্রতি রাত
তোর ভালোবাসা
মিথ্যে ছিল ছিল অভিনয়
আমি আজও আছি
শুধু তোরই আর তো কারো নয়
কেন এত ছলনা
ভুলে যাওয়ার বাহানা
হয়ে গেলি অচেনা
বদলে নিলি ঠিকানা – ২ বার
এই বুকেতে তোর স্মৃতি কাঁদে
লুকোনো আর্তনাদে
ঘুম হিন চোখে শুধু তোকে ভেবে
হৃদয় কষ্ট বাদে – ২ বার
কেন এত ছলনা
ভুলে যাওয়ার বাহানা
হয়ে গেলি অচেনা
বদলে নিলি ঠিকানা – ২ বার
জোয়ার-ভাটায় নষ্ট জীবন
তোর নিষ্ঠুরতায়
একলা আমি নিঃস্ব পথিক
তোর ভালোবাসায় – ২ বার
কেন এত ছলনা
ভুলে যাওয়ার বাহানা
হয়ে গেলি অচেনা
বদলে নিলি ঠিকানা – ২ বার
কেন এতো ছলনা লিরিক্স
Tui kon se maway
Charli amay dhorli onno hat
Aj koster prohon
Kannar shohor katche proti rat.
Tor valobasa
Mitthe chilo chilo ovinoy
Ami ajo achi
Shudhu tori ar to karo noy.
Keno ato cholona
Vule jaowar bahana
Hoye geli ochena
Bodle nili thikana.